দুই সদস্য
মাগুরায় জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের দুই সদস্য গ্রেপ্তার
মাগুরা সদর উপজেলার আলমখালী থেকে জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলামে’র দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দুপুরে আলমখালী যাত্রী ছাউনি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৬)।
আরও পড়ুন: চট্টগ্রামে অবরোধে বিএনপির ২০ নেতা-কর্মী গ্রেপ্তার
জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের দুই সদস্য হলেন—পাবনা জেলার রাঘবপুর গ্রামের মো. মনিরুল ইসলামের ছেলে মো. ঈশান হায়দার ও বরিশাল জেলার মানরাতুল কুশুরিয়া গ্রামের মৃত আব্দুল কুদ্দস বারীর ছেলে আব্দুল করিম।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) খুলনা-৬ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফিরোজ কবীর বিষয়টি নিশ্চিত করে বলেন, সদর দপ্তরের গোয়েন্দা শাখা ও র্যাব-৬ এর একটি অপারেশন দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের দুই সদস্যকে আটক করে। এসময় তাদের সঙ্গে থাকা তিন থেকে চারজন পালিয়ে গেছেন।
গ্রেপ্তারদের প্রাথমিক বিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তার ঈশান হায়দার একটি বেসরকারি প্রতিষ্ঠানের প্রোডাকশন অফিসার হিসেবে কর্মরত ছিলেন। তিনি একই দলের ইয়াকুব হুজুরের মাধ্যমে উগ্রবাদে উদ্বুদ্ধ হয়ে সংগঠনের যোগদান করে দাওয়াতি কার্যক্রম করতেন। তিনি পাবনার দাওয়াতি শাখার দায়িত্বপ্রাপ্ত হিসেবে কাজ করছিলেন। পাশাপাশি তিনি পার্শ্ববর্তী বিভিন্ন দেশের ব্যক্তিদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করে আসছিলেন।
এছাড়া আব্দুল করিম পেশায় মুদি দোকানদার ছিলেন। তিনি ও ঈশান হায়দার একই দলের আব্দুল এর মাধ্যমে উগ্রবাদে উদ্বুদ্ধ হয়ে সংগঠনে যোগদান করেন। তিনি তার নিজ এলাকা বরিশালে দাওয়াতি কার্যক্রমের পাশাপাশি সংগঠনের নতুন সদস্যদের প্রশিক্ষণ দিতেন।
গ্রেপ্তারদের সঙ্গে প্রাথমিকভাবে কথা বলে আরও জানা যায়, উভয়ের নামেই পূর্বে জঙ্গি ও সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। এ কারণে তারা বিভিন্ন সময় স্থান পরিবর্তন করে আত্মগোপনে ছিলেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আরও পড়ুন: বেনাপোলে ফেনসিডিল জব্দ, গ্রেপ্তার ১
ঝিনাইদহে মা ও মেয়েকে হত্যা মামলায় সাজাপ্রাপ্ত ২ জন গ্রেপ্তার
১ বছর আগে