আহ
বিজয় দিবসেও সীমান্তে বিএসএফের গুলি, আহত ৩ বাংলাদেশি
মহান বিজয় দিবসেও লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দৈইখাওয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে তিন বাংলাদেশি গুলিবিদ্ধ হয়েছেন।
শনিবার (১৬ ডিসেম্বর) ভোর ৪টার সময় উপজেলার দৈখাওয়া বিওপি ক্যাম্প সংলগ্ন কাঁটাতারের বেড়ার উপর দিয়ে গরু পারাপারের সময় তাদের লক্ষ্য করে গুলি করে বিএসএফ।
আরও পড়ুন: অবরোধ: রাজধানীর গুলিস্তানে বাসে আগুন
গুলিবিদ্ধরা হলেন- হাতীবান্ধা উপজেলার দৈখাওয়া সীমান্ত গ্রামের আজিম বাজার এলাকার হারুন মিয়ার ছেলে রনি মিয়া, একই উপজেলার গেন্দিকুরি এলাকার বাসিন্দা শ্রী সুজন এবং গেন্দুকুরি বিলুপ্ত সিটমহল এলাকার আসির উদ্দিনের ছেলে হাকিম মিয়া।
দৈখাওয়া বিওপি ক্যাম্পের ল্যান্স নায়েক মো. সুবেদার বশির উল্লাহ জানান, দৈখাওয়া সীমান্তে মেইন সীমান্ত পিলার ৯০১ থেকে প্রায় ১৫০ গজ ভারতের অভ্যন্তরে বান্নিগড়ায় ঘন কুয়াশার মধ্যে ভোর সাড়ে ৪টায় ১৪-১৫ জন বাংলাদেশি কাঁটাতারের বেড়ার উপর দিয়ে বাংলাদেশে গরু পারাপার করছিল।
তিনি আরও বলেন, এসময় ভারতের বড়মরিচা বিএসএফ ক্যাম্পের টহলদলের সদস্যরা তাদের লক্ষ্য করে ৫-৬ রাউন্ড গুলি ছুড়ে। এতে দুইজনের পায়ে ও একজনের হাতে গুলি লাগে।
এসময় অন্যান্য সঙ্গীরা পালিয়ে যায়। পায়ে গুলি লাগা আহত দুইজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন এবং অপরজন অজ্ঞাত স্থানে চিকিৎসাধীন বলে তিনি জানান।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোফাজ্জল হোসেন আকন্দ জানান, 'সীমান্তে বিএসএফের গুলিতে তিন বাংলাদেশি আহতের খবর শুনেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’
আরও পড়ুন: রাজধানীর গুলিস্তানে আজ সকাল থেকে ২টি বাসে আগুন
রাফির পরিচালনায় শাকিব খানের ‘তুফান’
১ বছর আগে
মানিকগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ১২
মানিকগঞ্জের ঢাকা আরিচা মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ১২ জন যাত্রী আহত হয়েছেন। শুক্রবার দুপুর ১২টার দিকে সাটুরিয়া উপজেলার দোতরা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকেন্দু বসু জানান, ঢাকার গাবতলী থেকে ছেড়ে আসা পাটুরিয়াগামী পদ্মা লাইনের সার্ভিসের একটি বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে কমপক্ষে ১২ জন যাত্রী আহত হয়।
আরও পড়ুন: ভোলায় বাস খাদে পড়ে নিহত ১, আহত ২০
তিনি আরও জানান, আহতদের মধ্যে ৮ জন মানিকগঞ্জ জেলা হাসপাতাল ও ২ জন সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা নিয়েছেন।
ওসি জানান, গুরুতর আহত মানিকগঞ্জের এনপিআই ইউনিভার্সিটি অব বাংলাদেশের দুই শিক্ষার্থী আল আমিন হোসেন ও সজাগ সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রে ভর্তি রয়েছেন। এব্যাপারে সাটুরিয়া থানায় মামলা হয়েছে।
আরও পড়ুন: শাজাহানপুরে বাস খাদে পড়ে ২ নারী নিহত
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় লেগুনা চালক নিহত
১ বছর আগে