জাতিসংঘ দিবস
বাংলাদেশের জোন্টা ক্লাবে জাতিসংঘ দিবস উদযাপন
বাংলাদেশের জোন্টা ক্লাবগুলো গত শুক্রবার (২৪ নভেম্বর) বারিধারা কূটনৈতিক ক্লাবে জাতিসংঘ দিবস উদযাপন করেছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউএনওপিএস বাংলাদেশের ব্যবস্থাপক বেরহানু আসেফা তেগেগেন।
এ ছাড়াও অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- এরিয়া ২ ডিরেক্টর ফারহানাজ কাইয়ুম, সাবেক জিআই ডিরেক্টর ও ডিস্ট্রিক্ট ২৫ রুলস অ্যান্ড রেজুলেশন কমিটি দিলরুবা আহমেদ এবং ডিস্ট্রিক্ট ২৫ গভর্নর-নির্বাচিত ড. জারিন দেলাওয়ার হুসেন।
এটি ছিল জাতিসংঘের নারী কর্মসূচির বৃহত্তম এনজিও সমর্থক হিসেবে জোন্টার কাজ এবং জাতিসংঘের সঙ্গে সহযোগিতার একটি উদযাপন।
আরও পড়ুন: চট্টগ্রামে অনুষ্ঠিত হল জোন্টা আন্তর্জাতিক জেলা-২৫ প্রথম সভা
১ বছর আগে