৬ লাখ টাকা
সিলেট ওসমানী হাসপাতালে আত্মসাতের ৬ লাখ টাকাসহ দুই ‘ব্রাদার’ আটক
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের এক নার্সের ছয় লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে হাসপাতালের দুই পুরুষ নার্সকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
মঙ্গলবার (৯ জানুয়ারি) দুপুরে তাদের আটক করা হয় বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মাহবুবুল আলম ভুঁইয়া।
তিনি সাংবাদিকদের জানান, আটক দুই ব্রাদার হলেন সুমন ও আমিনুল। তাদের একজন হাসপাতালের ইমার্জেন্সি বিভাগে এবং অপরজন বহির্বিভাগে কাজ করেন।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে ভোটকেন্দ্রে ককটেলের বিস্ফোরণ, যুবক আটক
ব্রিগেডিয়ার মাহবুব দেশের একটি গুরুত্বপূর্ণ গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে সাংবাদিকদের জানান, হাসপাতালের নার্সিং অ্যাসোসিয়েশনের সভাপতি শামিমা প্রথমে তাকে জানান, সাদা পোশাকের একদল লোক সিনিয়র নার্স আমিনুলকে ধরে নিয়ে গেছে। এরপরই
ডিজিএফআই’র সংশ্লিষ্টরা তাকে ফোন করে জানিয়েছেন, অবৈধ লেনদেনের বিষয়ে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ৬ লাখ টাকাসহ তারা আমিনুল ও সুমনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছেন।
তিনি আরও জানান, একজন নার্সের এরিয়ার বিল সংক্রান্ত লেনদেনের সূত্র ধরে এদের আটক করা হয়। তবে আমিনুলকে আটক করা হলেও ওই গোয়েন্দা সংস্থার কাছে তথ্য ছিলো, ওসমানীর নার্সিং অ্যাসোসিয়েশনের সেক্রেটারি আলোচিত সমালোচিত ইসরাইল আলী সাদেক সেখানে লেনদেন করার কথা ছিলো। কিন্তু তিনি না গিয়ে সেখানে অন্যদের পাঠিয়েছেন।
আরও পড়ুন: ভোট কারচুপির অভিযোগে প্রিসাইডিং অফিসারসহ আটক ৩
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে ব্রিগেডিয়ার জেনারেল ডা. মাহবুব আরও জানান, হাসপাতালটিকে জিম্মি করতে বিভিন্ন দালাল চক্র সক্রিয়, এটা সবাই জানেন। তবে উপযুক্ত তথ্য প্রমাণের অভাবে কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিতে পারেন না। গোয়েন্দা সংস্থাটি এখন এ বিষয়ে কাজ করছে।
তিনি জানান, ছয় লাখ টাকাসহ আটক আমিনুল ও সুমনের ব্যাপারে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হাসপাতাল কর্তৃপক্ষ একটি বোর্ড গঠন করে পুরো বিষয়টি তদন্ত করবেন।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক।
আরও পড়ুন: আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রাসিক প্যানেল মেয়র আটক
১১ মাস আগে
আগুনে পুড়ে মরল ৮ হাজার কোয়েল পাখি, ৬ লাখ টাকার ক্ষতি
মাগুরার মহম্মদপুর উপজেলায় কোয়েল পাখির খামারে বৈদ্যুতিক লাইন মেরামতের ত্রুটি থেকে আগুন ধরে ৮ হাজার কোয়েল পাখি পুড়ে গেছে। এতে প্রায় ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) রাতে উপজেলা বাবুখালী ইউনিয়নের ডুমুরশিয়া গ্রামে এ অগ্নিকাণ্ড ঘটে। বৈদ্যুতিক মিস্ত্রির ভুলে এমন ঘটনা ঘটেছে দাবি, ক্ষতিগ্রস্ত খামার মালিক অরিন আক্তার লিনার।
আরও পড়ুন: শখের পোষা পাখি এখন তামিমের আয়ের উৎস
তাই শুক্রবার (২৪ নভেম্বর) এ ঘটনায় বিকালে স্থানীয় বৈদ্যুতিক মিস্ত্রি মো. শিমুলের নামে মহম্মদপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।
খামার মালিক অরিন আক্তার লিনা উপজেলার ডুমুরশিয়া গ্রামের একজন নারী উদ্যোক্তা।
অভিযোগ ও খামার মালিক সূত্রে জানা যায়, খামারে কোয়েল পাখি বাচ্চা ব্রুডিং করাতে বৈদ্যুতিক লাইন মেরামতের দরকার হয়। পরে স্থানীয় ডুমুরশিয়া গ্রামের বৈদ্যুতিক মিস্ত্রি শিমুলকে ডেকে আনা হয়।
কাজের একপর্যায়ে সে খামারের নিরাপত্তা ব্যবস্থা না রেখে লাইন সরাসরি করে দেয়। বাকি কাজ পরের দিন শেষ করবে বলে অন্যত্র কাজে চলে যায়। সরাসরি লাইন দেওয়ায় রাতে অতিরিক্ত লোড হয়ে বৈদ্যুতিক তার গলে আগুন লাগে কোয়েল পাখির খামারে।
এ সময় খামারে তিন হাজার ডিম, কোয়েল পাখি ও বিভিন্ন আকারের প্রায় ৫ হাজার বাচ্চা পাখি আগুনে পুড়ে মারা যায়। ২৫-৩০ মিনিটের মধ্যে সম্পূর্ণ খামার ভস্মীভূত হয়ে যায়।
অরিন আক্তার লিনা বলেন, ঋণের টাকায় শুরু করি স্বপ্নের কোয়েল পাখির খামার। যে রাতে আগুন ধরে ওই দিনও খুলনা থেকে প্রায় ৩ হাজার বাচ্চা কিনি। কিন্তু আজ আমার সব স্বপ্ন শেষ। এখন ঋণের টাকা কীভাবে দেব।
এ বিষয়ে জানতে বৈদ্যুতিক মিস্ত্রি শিমুলের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি কল ধরেননি।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উল ইসলাম বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: নড়াইলের অরুণিমায় অতিথি পাখি দেখতে পর্যটকদের ভিড়
খোকসায় পাখিভ্যান চালককে গলাকেটে হত্যা
১ বছর আগে