বাংলাদেশ ঐক্য পার্টি’
দেশ বাঁচাতে আ.লীগ-বিএনপির কাছে বাংলাদেশ ঐক্য পার্টি’র খোলা চিঠি
বাংলাদেশ ঐক্য পার্টি (বিওপি) নির্বাচনকালীন সরকার ইস্যুতে সমঝোতায় পৌঁছানোর মাধ্যমে দেশ বাঁচাতে দুই প্রধান রাজনৈতিক দল ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) একটি খোলা চিঠি পাঠিয়েছে।
শনিবার (২৫ নভেম্বর) রাজধানীর জজকোর্ট এলাকায় সংবাদ সম্মেলনে বিওপির নেতৃবৃন্দ উভয় পক্ষের উদ্দেশে খোলা চিঠি পড়ে এ আহ্বান জানান বলে দলীয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ ঐক্য পার্টির প্রতিষ্ঠাতা মুহাম্মদ আবদুর রহিম চৌধুরী, ভাইস চেয়ারম্যান মোক্তার হোসেন ঢালী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আল মাহমুদ হাসানসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
তারা বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো সমঝোতা ছাড়াই নির্বাচনের তফসিল ঘোষণা করায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা বেড়েছে।
আরও পড়ুন: যুক্তফ্রন্ট গঠন করে জাতীয় নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা সৈয়দ ইব্রাহিমের
অন্যদিকে, আন্তর্জাতিক শক্তির উপর নির্ভর করে অনিশ্চয়তার দিকে এগোচ্ছে দেশের প্রধান দুই দল। তাই নির্বাচনকালীন সরকার ইস্যুতে শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে খোলা চিঠি পাঠানো হয়েছে বলে জানান বিওপির নেতারা।
লিখিত বিবৃতিতে বিওপি অভিযোগ করেছে, দেশে গৃহযুদ্ধের প্রেক্ষাপট তৈরি করে বিদেশিদের সম্পৃক্ত করে আওয়ামী লীগ ও বিএনপি জোট একে অপরকে পরাজিত করার সম্ভাব্য সব ব্যবস্থা করেছে।
কিন্তু বাস্তবতা হলো কেউ একে অপরকে হারাতে পারে না। কিন্তু উভয় জোটই দেশকে ধ্বংস করতে পারে। এমন পরিস্থিতিতে উদ্বিগ্ন সাধারণ মানুষ। বড় দুই দলের আচরণ তাদের জীবনকে কঠিন করে তুলবে বলে জানান তারা।
দেশের রাজনৈতিক সংকটকে আরও বাড়াতে পারে ভবিষ্যতে এমন সংঘাত এড়াতে একটি অন্তর্বর্তী সরকারের বিষয়ে সমঝোতায় পৌঁছানোর জন্য দুটি নেতৃস্থানীয় দলের শীর্ষ নেতাদের আহ্বান জানান বিওপি নেতাদের।
আরও পড়ুন: নির্বাচনের তফসিল প্রত্যাখ্যান করে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিক্ষোভ
নির্বাচনের তফসিলের নিন্দা করে 'লাল কার্ড' দেখাল এবি পার্টি
১ বছর আগে