৭৩৯ জন
নাশকতার অভিযোগ: ২৮ অক্টোবর থেকে ৭৩৯ জন গ্রেপ্তার
দেশের বিভিন্ন স্থানে নাশকতা ও সহিংসতায় জড়িত থাকার অভিযোগে রবিবার (২৬ নভেম্বর) বিএনপির দুই নেতা-কর্মীসহ ১৮ জনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাব সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর কার্যালয়ের দেওয়া তালিকা ধরে নির্বাচনে বিজয়ী ঘোষণা করবে ইসি: বিএনপি
বিএনপির গ্রেপ্তার নেতা-কর্মীরা হলেন— ৭১ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক আরমান আলী এবং ময়মনসিংহ জেলা যুবদলের সহসভাপতি মোস্তাফিজুর রহমান।
র্যাব সদর দপ্তরের গণমাধ্যম শাখার সহকারী পুলিশ সুপার (এএসপি) ইমরান খান বলেছেন, ২৮ অক্টোবর থেকে এ পর্যন্ত এলিট ফোর্স সহিংসতা ও নাশকতার সঙ্গে জড়িত মোট ৭৩৯ জনকে গ্রেপ্তার করেছে।
দেশের বিভিন্ন স্থানে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় তাদের গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা মহানগরীতে ১৪৫টিসহ সারাদেশে র্যাবের মোট ৪৩০টি টহল দল মোতায়েন করা হয়েছে।
এছাড়া বিএনপি ও সমমনা দলগুলোর চলমান ৪৮ ঘণ্টার অবরোধ চলাকালে গণপরিবহন ও পণ্যবাহী যানবাহনে নিরাপত্তা দিচ্ছে এলিট ফোর্স।
আরও পড়ুন: সামাজিক যোগাযোগ মাধ্যমে জালিয়াতির অভিযোগে ঢাকায় চীনা নাগরিকসহ গ্রেপ্তার ১৫
বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারে রাশিয়ার ইতিবাচক ভূমিকা প্রত্যাশা বিএনপির: রিজভী
১ বছর আগে