মুক্তিযোদ্ধা ডা. এখলাস মারা গেছেন
আ. লীগ নেতা মুক্তিযোদ্ধা ডা. এখলাস মারা গেছেন
চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি, বর্তমান উপদেষ্টা ও সীতাকুণ্ডের মুক্তিযোদ্ধা ডা. মো. এখলাস উদ্দীন (৮৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি দীর্ঘদিন ক্যান্সার রোগে আক্রান্ত ছিলেন।
সোমবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ৯ টায় নগরীর মেহেদীবাগ ন্যাশানাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।
মৃত্যুকালে ৫ মেয়ে, অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রয়েছে তার।
আরও পড়ুন: তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ইমাম উদ্দীন আহমদ চৌধুরীর ইন্তেকাল
তার বড় ভাই ও মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম জেলা ইউনিট কমান্ডার মুক্তিযোদ্ধা এ কে এম সরোয়ার কামাল দুলু বিষয়টি নিশ্চিত করেছেন।
মরহুমকে সোমবার বেলা ২টায় সীতাকুণ্ড সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে প্রথম জানাজা এবং বাদ আছর চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার ২ নং বারৈয়ার ঢালা ইউনিয়নের পশ্চিম বহর পুর গ্রামে দ্বিতীয় নামাজে জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করার কথা রয়েছে।
প্রসঙ্গত, চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার বহরপুর গ্রামে ১৯৩৮ সালের ২০ এপ্রিল মুক্তিযোদ্ধা এখলাস উদ্দিন জন্ম গ্রহণ করেন। তিনি চট্টগ্রাম সরকারি মুসলিম উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং চট্টগ্রাম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করে চিকিৎসা বিষয়ে লেখাপড়া করেন। পরে তিনি নিজেকে চিকিৎসা পেশায় নিয়োজিত করেন। প্রায় ২৮ বছর চট্টগ্রাম কেমিক্যাল কমপ্লেক্সের প্রধান চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করেন।
ডাক্তার এখলাস উদ্দিন মুক্তিযুদ্ধ চলাকালে ঢাকার মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার লেছড়াগঞ্জ ইউনিয়নের নটারখোলায় মুক্তিযুদ্ধে হরিনা ক্যাম্পের ইনচার্জ এবং চিকিৎসক হিসেবে সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করেন।
মুক্তিযোদ্ধা ডা. মো. এখলাস উদ্দীনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সীতাকুণ্ড সমিতি চট্টগ্রামের নেতারাসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন।
আরও পড়ুন: চট্টগ্রামের প্রবীণ সাংবাদিক হেলাল উদ্দিন চৌধুরীর ইন্তেকাল
১১ মাস আগে