৭১ সংসদ সদস্য
নির্বাচনে দলীয় টিকিট পাননি আওয়ামী লীগের ৭১ সংসদ সদস্য
আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠেয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের টিকিট পাননি ক্ষমতাসীন দলের ৭১ জন সংসদ সদস্য।
টিকিট না পাওয়া সংসদ সদস্যদের মধ্যে রয়েছে-মাজাহারুল হক প্রধান (পঞ্চগড়-১), আলহাজ্ব মো. দবিরুল ইসলাম (ঠাকুরগাঁও-২), এইচ এন আশিকুর রহমান (রংপুর-৫), এম এ মতিন (কুড়িগ্রাম-৩), মো. জাকির হোসেন (কুড়িগ্রাম-৪), মো. মনোয়ার হোসেন চৌধুরী (গাইবান্ধা-৪), মো. হাবিবুর রহমান (বগুড়া-৫), মো. সেলিম উদ্দিন তরফদার (নওগাঁ-৩), মো. সেলিম উদ্দিন তরফদার (নওগাঁ-৩), মো. ইমাদ উদ্দিন (নওগাঁ-৪)। তানভীর ইমাম (সিরাজগঞ্জ-৪), মেরিনা জাহান (সিরাজগঞ্জ-৬), মো. নুরুজ্জামান বিশ্বাস (পাবনা-৪), মোহাম্মদ শহীদুজ্জামান (মেহেরপুর-২), মো. শফিকুল আজম খান (ঝিনাইদহ-৩), মো. নাসির উদ্দিন (যশোর-২), রণজিৎ কুমার রায় (যশোর-৪), মো. শিফুজ্জামান (মাগুরা-১), মো. আমিরুল আলম মিলন (বাগেরহাট-৪), মো. শাহ ই আলম (বরিশাল-২), পঙ্কজ নাথ (বরিশাল-৪), আতাউর রহমান খান (টাঙ্গাইল-৩), মোহাম্মদ হাসান ইমাম খান (টাঙ্গাইল-৪), মো. সানোয়ার হোসেন (টাঙ্গাইল-৫), জোয়াহেরুল ইসলাম (টাঙ্গাইল-৮), আবুল কালাম আজাদ (জামালপুর-১), মো. মুরাদ হাসান (জামালপুর-৪), মো. মোজাফফর হোসেন (জামালপুর-৫), এ কে এম ফজলুল হক (শেরপুর-৩), নাজিম উদ্দিন আহমেদ (ময়মনসিংহ-৩), নাজিম উদ্দিন আহমেদ (ময়মনসিংহ-৩), নাজিম উদ্দিন আহমেদ (ময়মনসিংহ-৫)।
বাকিরা হলেন- নূর মোহাম্মদ (কিশোরগঞ্জ-২), এ এম নাঈমুর রহমান (মানিকগঞ্জ-১), কাজী মনিরুল ইসলাম (ঢাকা-৫), হাজী মো. সেলিম (ঢাকা-৭), মো. শফিউল ইসলাম (ঢাকা-১০), এ কে এম রহমতউল্লাহ (ঢাকা-১১), মো. সাদেক খান (ঢাকা-১৩), আগা খান মিন্টু (ঢাকা-১৪), মোহাম্মদ ইকবাল হোসেন (গাজীপুর-৩), মো. জয়া সেন গুপ্ত (সুনামগঞ্জ-২), হাফিজ আহমেদ মজুমদার (সিলেট-৫), নেছার আহমেদ (মৌলভীবাজার-৩), গাজী মোহাম্মদ শাহনেওয়াজ (হবিগঞ্জ-১), আব্দুল মজিদ খান (হবিগঞ্জ-২), মোহাম্মদ এবাদুল করিম (ব্রাহ্মণবাড়িয়া-৫), মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়া (কুমিল্লা-১), মহিউদ্দিন খান আলমগীর (চাঁদপুর-১), নুরুল আমিন (চাঁদপুর-২), আয়েশা ফেরদৌস (নোয়াখালী-৬), ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন (চট্টগ্রাম-১), দিদারুল আলম (চট্টগ্রাম-৪), শামসুল হক চৌধুরী (চট্টগ্রাম-১২) ও জাফর আলম (কক্সবাজার-১)।
আরও পড়ুন: চুয়াডাঙ্গা-১ আসন: মনোনয়ন প্রত্যাশীদের সমর্থকদের ওপর হামলার অভিযোগ
এছাড়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন মাশরাফি ও সাকিব
তবে অন্তত দু'জন সংসদ সদস্য তাদের ছেলেদের জন্য মাঠ ছাড়ার জন্য দলীয় মনোনয়ন চাননি।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ৩০০ আসনের মধ্যে ২৯৮টি আসনে আওয়ামী লীগের প্রার্থীদের নাম ঘোষণা করেন। কুষ্টিয়া-২ ও নারায়ণগঞ্জ-৫ আসনে এখনো প্রার্থী ঘোষণা করেনি ক্ষমতাসীন দলটি।
বিদায়ী একাদশ জাতীয় সংসদে সরাসরি নির্বাচিত ৩০০ জন সংসদ সদস্যের মধ্যে আওয়ামী লীগের ২৬২ জন, জাতীয় পার্টির ২৩ জন, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি ও জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের তিনজন করে, গণফোরাম ও বিকল্পধারা বাংলাদেশের দুইজন করে, জাতীয় পার্টি-জেপি, বাংলাদেশ তরিকত ফেডারেশনের একজন করে এবং তিনজন স্বতন্ত্র সংসদ সদস্য রয়েছেন।
আরও পড়ুন: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন: ২৯৮ আসনে প্রার্থী তালিকা প্রকাশ আওয়ামী লীগের
১ বছর আগে