চুয়াডাঙ্গা-১ আস
চুয়াডাঙ্গা-১ আসন: মনোনয়ন প্রত্যাশীদের সমর্থকদের ওপর হামলার অভিযোগ
চুয়াডাঙ্গা-১ আসনে মনোনয়ন প্রত্যাশী দিলীপ কুমার আগরওয়ালার অনেক সমর্থকের বাড়ি ও অফিসে হামলার অভিযোগ পাওয়া গেছে।
রবিবার (২৬ নভেম্বর) মনোনয়ন পাওয়া প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে এই হামলা চালানোর অভিযোগ উঠেছে।
দিলীপ কুমারের সমর্থকদের অভিযোগ, চুয়াডাঙ্গা জেলা কৃষক লীগের সভাপতির কার্যালয়ে হামলা ও ভাঙচুর, আলমডাঙ্গা উপজেলার একটি ইউনিয়নের সভাপতিসহ ৯ নেতার বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা হয়েছে।
চুয়াডাঙ্গা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নাজিম উদ্দিন আল আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: ‘আরেকটি একতরফা জাতীয় নির্বাচন আ.লীগকে নির্বাসনে পাঠাবে’
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য দিলীপ কুমার আগরওয়ালা বলেন, চুয়াডাঙ্গা-১ আসনে মনোনয়ন পাওয়া নৌকা প্রতীকের নেতা-কর্মীরা বিনা কারণে তার নেতা-কর্মীদের ওপর হামলা চালাচ্ছে, বাড়িঘর ও অফিস ভাঙচুর করছে।
এএসপি নাজিম উদ্দিন আল আজাদ জানান, চুয়াডাঙ্গা সদরের মমিনপুরে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে ৪-৫টি চেয়ার ভাঙচুর করা হয়েছে।
আলমডাঙ্গায় মিছিল চলাকালে গালিগালাজ ও পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে।
কারা এই অপরাধ করেছে জানতে চাইলে ওই কর্মকর্তা বলেন, তিনি জানতে পেরেছেন, 'আওয়ামী লীগের অন্য গ্রুপ' (যারা মনোনয়ন পেয়েছে) এটা করেছে। পুলিশ ও র্যাব ঘটনাস্থলে রয়েছে। ভুক্তভোগীদের আইনগত ব্যবস্থা নিতে বলা হয়েছে।
চুয়াডাঙ্গা-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন অপরিবর্তিত রয়েছে বর্তমান সংসদ সদস্য সোলায়মান জোয়ার্দারের।
আরও পড়ুন: ঢাকায় ৯টি আসনে নতুন মুখকে মনোনয়ন দিয়েছে আ.লীগ
১ বছর আগে