আটোরিকশাচালক
সাভারে আটোরিকশাচালক হত্যার ঘটনায় গ্রেপ্তার ৫
সাভারে আটোরিকশা চালককে হত্যার ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সোমবার (২৭ নভেম্বর) দুপুরে ক্যাম্পে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন র্যাব- ৪ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট রাকিব মাহমুদ।
গ্রেপ্তাররা হলেন- রাজু, মহসিন, নুর আলম, ইসমাইল ও আক্তার।
কোম্পানি কমান্ডার জানান, গত ৮ অক্টোবর সাভারের ভাকুর্তা ইউনিয়নে রমজান আলীর অটোরিকশা ভাড়া নেন যাত্রীবেশী দুর্বৃত্তরা।
আরও পড়ুন: নাশকতার অভিযোগ: ২৮ অক্টোবর থেকে র্যাবের হাতে গ্রেপ্তার ৭২১
পরে তাদের নিয়ে অটোরিকশাটি কাইশারচর এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা চালককে হাত-পা বেঁধে শ্বাসরোধ করে হত্যা করে অটোরিকশা নিয়ে পালিয়ে যায়।
নিহতের পরিবার সাভার মডেল থানায় একটি অজ্ঞাত আসামিদের নামে হত্যা মামলা করে। মামলায় পুলিশের পাশাপাশি র্যাবও ছায়া তদন্ত শুরু করে। এক পর্যায়ে আজ সোমবার রাজধানী ও সাভারের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে হত্যাকারী, রাজু, মহসিন, নুর আলম, ইসমাইল ও আক্তার গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে খেলনা পিস্তল, নগদ টাকা ও মোবাইল ফোন জব্দ করা হয়। আসামিদের সাভার মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক কুমার সাহা জানান, আসামিদের আদালতে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: সামাজিক যোগাযোগ মাধ্যমে জালিয়াতির অভিযোগে ঢাকায় চীনা নাগরিকসহ গ্রেপ্তার ১৫
১১ মাস আগে