দক্ষিণ এশিয়ার প্রবেশদ্বার
থাইল্যান্ডের জন্য বাংলাদেশকে 'দক্ষিণ এশিয়ার প্রবেশদ্বার' হিসেবে তুলে ধরবে বিটিসিসিআই
৩০ নভেম্বর ব্যাংককে অনুষ্ঠিতব্য সবচেয়ে বড় বিজনেস টু বিজনেস ম্যাচমেকিং সেমিনারে অংশ নিতে ৫০ সদস্যের একটি বাণিজ্য প্রতিনিধি দল থাইল্যান্ড সফর করবেন।
প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুর রহিম; বাংলাদেশে নিযুক্ত থাইল্যান্ডের রাষ্ট্রদূত মাকাওয়াদি সুমিতমোর; বাংলাদেশ থাই চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিটিসিসিআই) সভাপতি শামস মাহমুদ।
বাংলাদেশ থাই চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, থাইল্যান্ডের বাণিজ্য মন্ত্রণালয় এবং ঢাকায় রয়্যাল থাই দূতাবাস যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করছে।
আরও পড়ুন: বাণিজ্যিক সম্পর্ক জোরদারে সরকারের সহযোগিতা চায় বিটিসিসিআই
থাইল্যান্ডকে বাংলাদেশের জন্য দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রবেশদ্বার হিসেবে গড়ে তুলতে এবং থাইল্যান্ডের দক্ষিণ এশিয়ার প্রবেশদ্বার হিসেবে বাংলাদেশকে তুলে ধরতে বাংলাদেশ থাই চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উক্ত সফর হবে থাইল্যান্ডে সিরিজ সফরের প্রথম- জানিয়েছে বিটিসিসিআই।
'বাংলাদেশ অ্যান্ড থাইল্যান্ড: নিউ হরাইজনস ফর ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট' শীর্ষক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন পলিসি এক্সচেঞ্জের চেয়ারম্যান ড. মাসরুর রিয়াজ।
থাইল্যান্ডের কৃষি, সৌন্দর্য ও ত্বকের যত্ন, নির্মাণ, হালকা প্রকৌশল, টেক্সটাইল, এভিয়েশন, আতিথেয়তা, নবায়নযোগ্য জ্বালানি এবং মৎস্য খাতের শতাধিক প্রতিষ্ঠান এই অনুষ্ঠানে অংশ নেবে।
এই সফরে বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি, এফডিআই (প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ), যৌথ উদ্যোগ, প্রযুক্তি হস্তান্তর এবং সহযোগিতার নতুন উপায় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে বলে আশা করা হচ্ছে।
এছাড়া, প্রতিনিধি দলের নেতারা প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও থাইল্যান্ডের বাণিজ্য প্রতিনিধি ড. নালিন তাভিসিন; পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্থায়ী সচিব সারুন চারোয়েনসুয়ান এবং বাণিজ্য মন্ত্রণালয়ের উপ-স্থায়ী সচিব একাচাত সীতাভোরারাতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
প্রতিনিধি দলের সদস্যদের জন্য গার্মেন্টস ও টেক্সটাইল, পরিবেশ ব্যবস্থাপনা, নির্মাণ, হালকা প্রকৌশল এবং কৃষি খাতে অত্যাধুনিক প্রযুক্তি প্রদর্শনের জন্য ৪টি কারখানা পরিদর্শনের ব্যবস্থা করা হয়েছে।
আরও পড়ুন: এশিয়া প্যাসিফিককে সহায়তা করতে আগামী দশকে ১০০ বিলিয়ন ডলারের নতুন তহবিল উন্মোচন এডিবির
১ বছর আগে