ঘুমন্ত ২ সন্তান
লক্ষ্মীপুরে বাবার দেওয়া আগুনে পুড়ে ঘুমন্ত ২ সন্তানের মৃত্যু!
লক্ষ্মীপুরে ঘুমন্ত স্ত্রী ও সন্তানের ঘরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে কামাল হোসেন নামে এক ব্যক্তির বিরুদ্ধে।
এসময় অগ্নিদগ্ধ হয়ে কামালের দুই সন্তান মারা গেছে এবং আশঙ্কাজনক অবস্থায় স্ত্রী সুমাইয়া আক্তারকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: লক্ষ্মীপুরে স্ত্রী-শ্বশুরকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ যুবকের বিরুদ্ধে
মঙ্গলবার (২৮ নভেম্বর) ভোরে জেলার চন্দ্রগঞ্জ থানার বশিকপুর ইউনিয়নের বশিকপুর গ্রামে এ ঘটনাটি ঘটেছে।
এ ঘটনায় অভিযুক্ত কামাল হোসেনকে আটক করেছে পুলিশ।
আটক কামাল হোসেন ওই এলাকার আমিন উল্ল্যাহর ছেলে এবং পেশায় অটোরিকশাচালক।
নিহতরা হলেন- আয়েশা আক্তার (৭) এবং আব্দুর রহমান (৩)। গুরুতর আহত স্ত্রীর নাম সুমাইয়ার আক্তার।
স্থানীয় বাসিন্দরা জানায়, কামাল মাদকসহ কয়েকবার পুলিশের হাতে আটক হয়। মাদক সেবন নিয়ে স্ত্রীর সঙ্গে প্রায়ই তার ঝগড়া হতো। ভোরে চিৎকার শুনে ছুটে এসে আগুন নোভানো হয়।
এর আগেই মেয়ে আয়েশা আগুনে পুড়ে মারা যায়। দগ্ধ হয় স্ত্রী সুমাইয়া ও ছেলে আব্দুর রহমান। দগ্ধ অবস্থায় স্ত্রী ও ছেলেকে উদ্ধার করে প্রথমে সদর হাসপাতাল ও পরে ঢাকায় পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ছেলেটিও মারা যায়।
চন্দ্রগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মফিজ উদ্দিন বলেন, কামালের দেওয়া আগুনে অগ্নিদগ্ধ হয়ে ছেলে-মেয়ে দু’জন মারা গেছেন।
তিনি আরও বলেন, তার স্ত্রী দগ্ধ অবস্থায় ঢামেক হাসপাতালে ভর্তি রয়েছেন। কামালকে আটক করা হয়েছে। তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: লক্ষ্মীপুরে পরিত্যক্ত সেপটিক ট্যাংকে পড়ে দাদা-নাতির মৃত্যু
লক্ষ্মীপুরে স্বামীকে হত্যা: ২ আসামির যাবজ্জীবন
১ বছর আগে