শাহজাহান ওমর
সাবেক এমপি শাহজাহান ওমর গ্রেপ্তার
ঝালকাঠি-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) শাহজাহান ওমরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, বুধবার (২০ নভেম্বর) তাকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করা হবে বলে আশা করা হচ্ছে।
বুধবার (২০ নভেম্বর) রাতে রাজাপুর-কাঁঠালিয়া এলাকায় সাবেক এই সংসদ সদস্যের বাড়িতে হামলা ও ভাঙচুর চালায় অজ্ঞাত দুর্বৃত্তরা।
শাহজাহান ওমর ঝালকাঠি-১ আসনের রাজাপুর ও কাঁঠালিয়া এলাকার সংসদ সদস্য ছিলেন।
আরও পড়ুন: কেয়ামতের আগ পর্যন্ত বিএনপি ক্ষমতায় যেতে পারবে না: শাহজাহান ওমর
১ মাস আগে
শাহজাহান ওমরকে অবাঞ্ছিত ঘোষণা করেছে ঝালকাঠি জেলা বিএনপি
ঝালকাঠি-১ আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়নপত্র জমা দেওয়ায় বিএনপির বহিষ্কৃত ভাইস চেয়ারম্যান ও সাবেক আইন প্রতিমন্ত্রী মেজর (অবসরপ্রাপ্ত) শাহজাহান ওমরকে অবাঞ্ছিত ঘোষণা করেছে দলটির ঝালকাঠি জেলা শাখা।
শুক্রবার (১ ডিসেম্বর) সকালে এক ভিডিও বার্তায় জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন এ ঘোষণা দেন।
শাহাদাত বলেন, ওমরের কর্মকাণ্ডে ঝালকাঠি জেলা বিএনপিসহ কেন্দ্রীয় বিএনপি 'আবর্জনামুক্ত' হয়েছে।
তিনি বলেন, ‘দলের সাবেক এই নেতা এমপি থাকা অবস্থায় দলীয় পদ ও পদবী ব্যবহার করে বিভিন্ন সুবিধা লুটপাট করেছেন এবং দলে সর্বদা বিশৃঙ্খলা ও বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন। নৌকার প্রার্থী হওয়ায় ঝালকাঠির মানুষ তার নিন্দা করছে।’
ইতোমধ্যেই তাকে আজীবনের জন্য দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন সদস্য সচিব। ঝালকাঠি জেলা বিএনপিও তাকে অবাঞ্ছিত ঘোষণা করছে।
আরও পড়ুন: আ. লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর
ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রফিকুল ইসলাম জামাল বলেন, দলের শত্রু আজ চিহ্নিত হয়েছে। দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে নেতা-কর্মীরা তাদের ঘৃণা প্রকাশ করছে।
প্রায় চার সপ্তাহ কারাগারে থাকার পর বুধবার দুপুরে ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত থেকে জামিন পান শাহজাহান ওমর।
জামিনের পর বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর কারওয়ান বাজারের ইউটিসি ভবনে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের মনোনয়নপত্র নেওয়ার ঘোষণা দেন শাহজাহান ওমর।
তিনি জানান, ঝালকাঠি-১ আসনে আওয়ামী লীগ তাকে মনোনয়ন দিয়েছে। নৌকার প্রার্থী হিসেবে অনলাইনে মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনি।
পরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাবেক প্রতিমন্ত্রীকে দল থেকে বহিষ্কারের ঘোষণা দেন।
আরও পড়ুন: ৭ জানুয়ারি নির্বাচন: তফসিল ঘোষণার পর থেকে ১৫ নেতাকে বহিষ্কার করেছে বিএনপি
মনোনয়নপত্র নেওয়ায় একরামুজ্জামান ও আবু জাফরকে দল থেকে বহিষ্কার
১ বছর আগে
আ. লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর
ঝালকাঠি-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে তিনি অনলাইনে মনোনয়নপত্র জমা দেন বলে নিশ্চিত করেছেন ঝালকাঠি-১ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা।
এর আগে বুধবার কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান শাহাজাহান।
গত ৪ নভেম্বর ঢাকার নিউমার্কেট এলাকায় বাসে আগুন দেওয়ার ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন: মনোনয়নপত্র নেওয়ায় একরামুজ্জামান ও আবু জাফরকে দল থেকে বহিষ্কার
ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা
একতরফা নির্বাচন প্রতিহত করার হুমকি বিএনপি-জামায়াতসহ সমমনা দলগুলোর
১ বছর আগে
জামিনে মুক্তি পেলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর
রাজধানীর নিউ মার্কেট এলাকায় বাসে আগুনের ঘটনায় বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমরকে জামিন দিয়েছেন আদালত।
বুধবার (২৯ নভেম্বর) বিকালে গাজীপুরের কাশিমপুর কারাগার-২ থেকে তিনি মুক্তি পান।
আরও পড়ুন: সাকিবকে নিয়ে সমালোচনা: ধারাভাষ্য থেকে ওয়াকারের নাম প্রত্যাহারে হাইকোর্টের রুল
গাজীপুরের কাশিমপুর কারাগার-২ এর ভারপ্রাপ্ত সিনিয়র জেল সুপার আমিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এ বিষয়ে আসামিপক্ষের আইনজীবী মোহাম্মদ রমজান খান বলেন, নিউমার্কেট থানার মামলায় শাহজাহান ওমর জামিন পেয়েছেন। অন্য কোনো মামলায় গ্রেপ্তার না থাকায় তিনি কারামুক্তি পেয়েছেন।
এর আগে বুধবার ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ ফয়সাল আতিক বিন কাদেরের আদালত শাহজাহান ওমরের জামিন মঞ্জুর করেন।
আরও পড়ুন: হাইকোর্ট এলাকায় বাসে আগুন
সামাজিক যোগাযোগমাধ্যম থেকে তারেকের বক্তব্য মুছে ফেলতে বিটিআরসিকে হাইকোর্টের নির্দেশ
১ বছর আগে