সকাল-সন্ধ্যা হরতাল
ঢিলেঢালাভাবে চলছে সকাল-সন্ধ্যা হরতাল
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে বিএনপির ডাকা দিনব্যাপী হরতাল শিথিলভাবে চলছে।
নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে হরতাল কর্মসূচি পালন করছে বিএনপি।
সকাল ৬টা থেকে শুরু হওয়া হরতাল শেষ হবে সন্ধ্যা ৬টায়।
গাজীপুরে দু’টি কাভার্ডভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
আরও পড়ুন: বৃহস্পতিবার দিনব্যাপী হরতাল পালন করবে বিএনপি
অগ্নিসংযোগের আশঙ্কা সত্ত্বেও নগরীর রাস্তায় গণপরিবহনসহ বেশ কিছু যানবাহন চলাচল এবং ঢাকার সব গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে।
নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত তফসিলের বিরুদ্ধে প্রতিবাদ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আগামী নির্বাচন আয়োজনের দাবি জানাতে এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিরোধী দলীয় নেতা-কর্মীদের মুক্তি দিতে সরকারের ওপর চাপ সৃষ্টির লক্ষ্যে বিরোধী দলগুলো এই কর্মসূচি পালন করছে।
বিরোধী দলগুলো এখন পর্যন্ত ৮ দফায় অবরোধ কর্মসূচি পালন করেছে।
আরও পড়ুন: বুধবার অবরোধ, বৃহস্পতিবার হরতাল ডেকেছে বিএনপি
১১ মাস আগে