সাদেকা হালিম
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি অধ্যাপক সাদেকা হালিম
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. সাদেকা হালিম।
তিনি বিশ্ববিদ্যালয়ের ৬ষ্ঠ এবং প্রথম নারী ভিসি।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) এ সংক্রান্ত একটি গ্যাজেট প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ড. সাদেকা হালিম আগামী চার বছর বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে বহাল থাকবেন।
আরও পড়ুন: জবি উপাচার্য অধ্যাপক ইমদাদুল হক আর নেই
ক্যান্সারে আক্রান্ত হয়ে সাবেক উপাচার্য ইমদাদুল হকের মৃত্যুতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসির পদ শূন্য হওয়ার পর তাকে নিয়োগ দেওয়া হয়।
অধ্যাপক সাদেকা হালিম দেশের প্রথম নারী তথ্য কমিশনার হওয়ার গৌরব অর্জন করেছেন এবং জাতীয় শিক্ষানীতি প্রণয়ন কমিটি-২০১০-এর সদস্য হয়েছেন।
তিনি ১৯৮৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) তার শিক্ষকতা জীবন শুরু করেন এবং কানাডার ম্যাকগিল বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
আরও পড়ুন: জবির লাইফ এন্ড আর্থ সায়েন্স অনুষদের নতুন ডিন অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান
জবি কলা অনুষদের নতুন ডিন অধ্যাপক ড. মো. রইছ উদদীন
১ বছর আগে