সভাপতি শুভ
ডিআরইউ নির্বাচন: সভাপতি শুভ, সাধারণ সম্পাদক মহিউদ্দিন
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সৈয়দ শুকুর আলী শুভ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দেশ টিভির মহিউদ্দিন।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) অনুষ্ঠিত নির্বাচনে তারা জয়লাভ করেন।
সভাপতি পদে শুভ পেয়েছেন ৫৮৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাখাওয়াত হোসেন বাদশা পেয়েছেন ৪২৯ ভোট এবং কবির আহমেদ খান পেয়েছেন ৩৫৭ ভোট।
সাধারণ সম্পাদক পদে মহিউদ্দিন ৬০৭ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাইনুল হাসান সোহেল পেয়েছেন ৪৭১ ভোট। সাধারণ সম্পাদক পদে আরেক প্রার্থী আবদুল্লাহ আল কাফি পেয়েছেন ৩০৭ ভোট।
আরও পড়ুন: সাইবার নিরাপত্তা আইনের বিপজ্জনক ধারা নিয়ে ডিআরইউ’র উদ্বেগ
সহসভাপতি পদে শরিফুল ইসলাম শামীম ৪৫৩ ভোট এবং যুগ্ম সম্পাদক পদে মিজানুর রহমান (মিজান রহমান) ৭৫৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
এছাড়া, জাকির হোসেন (৭৬৭ ভোট), সাংগঠনিক সম্পাদক খালিদ সাইফুল্লাহ (৩৮৫ ভোট), দপ্তর সম্পাদক রফিক রাফি (৯৬৫ ভোট), নারীবিষয়ক সম্পাদক মাহমুদা ডলি (৬৮০ ভোট), প্রচার ও প্রকাশনা সম্পাদক সুশান্ত কুমার সাহা (৭০৫ ভোট), আইসিটি ও প্রশিক্ষণ সম্পাদক মো. রশিদ (৭৯৪ ভোট), ক্রীড়া সম্পাদক মো. মাহবুবুর রহমান (৯০৪ ভোট) জয়ী হয়েছেন। এছাড়া মনোয়ার হোসেন (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ সলিম উল্লাহ মেজবাহ ৬৫৯ ভোট ও কল্যাণ সম্পাদক তানভীর আহমেদ ৮৬৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
আরও পড়ুন: ওয়ালটন-ডিআরইউ মিডিয়া ফুটবল টুর্নামেন্ট বুধবার থেকে শুরু
নতুন কার্যনির্বাহী কমিটির নির্বাচিত সাতজন সদস্য- হাবিব রহমান (৯০৬ ভোট), ফারহানা ইয়াসমিন (জুথি) (৮৪৬ ভোট), সাঈদ শিপন (৮৩৮ ভোট), মুহিবুল্লাহ মুহিব (৬৭৭ ভোট), রফিক মৃধা (৬১৪ ভোট), দেলোয়ার হোসেন মঈন (৬১০ ভোট) ও শরিফুল ইসলাম (৫৫৭ ভোট)।
ডিআরইউ নির্বাচনে ২০টি পদের জন্য মোট ৪১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ হয়।
আরও পড়ুন: ওয়ালটন-ডিআরইউ মিডিয়া ফুটবল-২০২৩ শুরু
১১ মাস আগে