দিদার
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন সীতাকুণ্ড আসনের এমপি দিদার
মনোনয়নপত্র দাখিল করার ১২ ঘণ্টা না যেতেই নৌকা প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে স্বতন্ত্র প্রার্থী থেকে সরে দাঁড়ালেন চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড আসনের বর্তমান এমপি দিদারুল আলম।
শুক্রবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় দিদারুল আলমের সিটি গেটের বাসভবনে সীতাকুণ্ড প্রেস ক্লাবের সাংবাদিকদের সামনে তিনি নির্বাচন না করার এ ঘোষণা দেন।
আরও পড়ুন: ৭ জানুয়ারি নির্বাচন: তফসিল ঘোষণার পর থেকে ১৫ নেতাকে বহিষ্কার করেছে বিএনপি
এর আগে বৃহস্পতিবার বিকালে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড এবং আকবর শাহ ও উত্তর পাহাড়তলি ওয়ার্ড) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর অর্থাৎ নৌকা প্রতীকের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন বর্তমান এমপি দিদারুল আলম।
তিনি সাংবাদিকদের বলেন, বঙ্গবন্ধু নৌকার বিরুদ্ধে কোনো দিনই প্রার্থী হতে পারি না।
আমি আগেই বলেছিলাম, শেখ হাসিনা নৌকা যাকে দেবেন আমি তার পক্ষেই কাজ করব। আমি সীতাকুণ্ডে অনেক উন্নয়নমূলক কাজ করেছি।
আশা করব সীতাকুণ্ড আসনে নৌকা মাঝি যিনি বিজয়ী হবেন তিনি আমার উন্নয়নের ধারাবাহিকতা রাখবেন।
আরও পড়ুন: নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে আদালতে নিক্সন চৌধুরীর হাজিরা
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: জবাবে যা বললেন সাকিব
১ বছর আগে