ইউএনবির প্রধান সম্পাদক এনায়েতউল্লাহ খান
ওয়ার্ল্ড মিডিয়া সামিটে যোগ দিতে গুয়াংজুতে ইউএনবির প্রধান সম্পাদক এনায়েতউল্লাহ খান
পঞ্চম ওয়ার্ল্ড মিডিয়া সামিটে যোগ দিতে চীনের গুয়াংজু পৌঁছেছেন ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি) ও ঢাকা কুরিয়ারের প্রধান সম্পাদক এবং কসমস গ্রুপের প্রতিষ্ঠাতা এনায়েতউল্লাহ খান।
চীনের গুয়াংডং প্রদেশের গুয়াংজু শহর এবং ইউনান প্রদেশের কুনমিং শহরে ২ থেকে ৮ ডিসেম্বর এই সম্মেলনের আয়োজন করেছে চীনের সংবাস সংস্থা সিনহুয়া।
১০১টি দেশ ও অঞ্চলের প্রায় ২০০টি মূলধারার গণমাধ্যম, থিংক ট্যাঙ্ক ও সরকারি সংস্থা এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিত্বকারী ৪৫০ জনেরও বেশি অংশগ্রহণকারী বাস্তব সহযোগিতায় পৌঁছানোর আশায় এ বছর এই সম্মেলনে অংশ নেবেন।
'বুস্টিং গ্লোবাল কনফিডেন্স, প্রমোটিং মিডিয়া ডেভেলপমেন্ট' শীর্ষক এই সম্মেলনে গণমাধ্যমের আস্থা বৃদ্ধি, নতুন প্রযুক্তির সুযোগ ও চ্যালেঞ্জ মোকাবিলা, ডিজিটাল যুগে নতুন বাজার অন্বেষণ এবং বৈশ্বিক মিডিয়া সহযোগিতায় অভিন্ন ভবিষ্যতের জন্য প্রচেষ্টাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হবে।
আরও পড়ুন: এনায়েতউল্লাহ খানকে সভাপতি করে ইন্টারন্যাশনাল সিকিপারস সোসাইটির বাংলাদেশ চ্যাপ্টারের উদ্বোধন
এনায়েতউল্লাহ খানকে সভাপতি করে ইন্টারন্যাশনাল সিকিপারস সোসাইটির বাংলাদেশ চ্যাপ্টারের উদ্বোধন
১ বছর আগে