রোম
ট্যাপট্যাপ সেন্ডের উদ্যোগে ইতালির রোমে ইফতার মাহফিল
পবিত্র রমজান মাস উপলক্ষে ইতালির রাজধানী রোমে বাংলাদেশি কমিউনিটির সম্মানে এক ইফতার মাহফিল আয়োজন করা হয়েছে। বিদেশ থেকে বাংলাদেশে টাকা পাঠানোর জনপ্রিয় অ্যাপ ‘ট্যাপট্যাপ সেন্ড’ ওই ইফতার মাহফিলের আয়োজন করে।
শনিবার (৮ মার্চ) রোমের তরপিনাতারা এলাকার বাংলাদেশি একটি রেস্টুরেন্টে ওই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সহযোগিতা করে বাংলাদেশ স্টুডেন্টস ফোরাম ইন ইতালি (বিএসএফআই)।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন— বাংলাদেশ দূতাবাস রোমের মিনিস্টার ও হেড অব চ্যান্সারি মো. রিয়াদ হোসেন। তিনি বলেন, ‘প্রবাসী বাংলাদেশিরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। এই ধরনের আয়োজন আমাদের ঐক্যকে আরও শক্তিশালী করবে ও আমাদের কৃষ্টি ও ধর্মীয় মূল্যবোধকে সমুন্নত রাখবে। বাংলাদেশ দূতাবাস সবসময় প্রবাসীদের সেবা ও সহায়তায় কাজ করে যাচ্ছে।’
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ট্যাপট্যাপ সেন্ড বাংলাদেশের অ্যাম্বাসেডর ও মিডিয়া কো-অর্ডিনেটর মাহমুদুল হাসান। তিনি বলেন, ‘ট্যাপট্যাপ সেন্ড অ্যাপ ব্যবহার করে খুবই সহজে ও বিনামূল্যে বাংলাদেশে টাকা পাঠানো যায়। প্রথম ট্রান্সফারে EGALTUBE প্রোমোকোড ব্যবহার করলে গ্রাহকেরা ২০£, ২০€ বা ২০$ পর্যন্ত ইনস্ট্যান্ট বোনাস পেতে পারেন। আমরা গর্বিত যে, প্রবাসী বাংলাদেশিদের পাশে থাকতে ও তাদের প্রয়োজনীয় সুবিধা প্রদান করতে পারছি। আমাদের লক্ষ্য হলো প্রবাসীদের জন্য অর্থপ্রেরণ সহজ করা যাতে তারা নিজেদের পরিবার ও স্বজনদের পাশে থাকতে পারেন।
আরও পড়ুন: যানজটে আটকে রাজধানীবাসীর ইফতার
এছাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর ইতালি কান্ট্রি অফিসের স্টেশন ম্যানেজার মো. মোস্তাফিজুর রহমান, ফিন্যান্স ম্যানেজার মো. গোলাম মাওলা, সাংবাদিক এমকে রহমান লিটন, শিক্ষার্থী মোতাওয়াক্কিল, ইতালিতে বাংলাদেশি কমিউনিটির জনপ্রিয় মুখ মো. শামীম হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
বাংলাদেশ স্টুডেন্টস ফোরাম ইন ইতালি (BSFI)- এর পক্ষ থেকে সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং তারা প্রবাসী শিক্ষার্থীদের বিভিন্ন চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। তারা বলেন, আমাদের সংগঠন প্রবাসী শিক্ষার্থীদের একত্রিত করার পাশাপাশি একে অপরকে সাহায্য করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এই ধরনের আয়োজন শিক্ষার্থী ও কমিউনিটির অন্যান্য সদস্যদের মধ্যে বন্ধন আরও দৃঢ় করে।
ইফতার মাহফিলে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, শিক্ষার্থী, প্রবাসী বাংলাদেশিরা ও স্থানীয় মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়, যেখানে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল কামনা করা হয়। ইফতার মাহফিলটি আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় ও এটি একটি মিলনমেলার রূপ নেয়। আয়োজকরা জানান, ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এ ধরনের আয়োজনের পরিকল্পনা রয়েছে।
৩২ দিন আগে
ইতালি সফর শেষে দেশের উদ্দেশে রোম ত্যাগ প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতালি সফর শেষে বুধবার দেশের উদ্দেশে রোম ত্যাগ করেছেন।
প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী কাতার এয়ারওয়েজের একটি নিয়মিত ফ্লাইট স্থানীয় সময় সকাল ৯টা ৪০ মিনিটে (বাংলাদেশ সময় দুপুর ১টা ৪০ মিনিট) রোম ফিউমিসিনো বিমানবন্দর ত্যাগ করে।
ফ্লাইটটির কাতারের রাজধানী দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রাবিরতি শেষে বুধবার দিবাগত রাত ২টা ৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।
আরও পড়ুন: গঠনমূলক সমালোচনা করতে গণমাধ্যমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের আমন্ত্রণে ২৩ জুন ইউনাইটেড নেশনস ফুড সিস্টেম সামিট+২ স্টকটেকিং মোমেন্টে (ইউএনএফএসএস+২) যোগ দিতে রোমে যান।
২৪-২৬ জুলাই ২০ টিরও বেশি রাষ্ট্র ও সরকার প্রধানসহ ১৬০টিরও বেশি দেশ থেকে প্রায় ২ হাজার অংশগ্রহণকারী ইউএনএফএসএস+২ অংশ নিয়েছেন।
প্রধানমন্ত্রী সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন, 'ফুড সিস্টেমস অ্যান্ড ক্লাইমেট অ্যাকশন' শীর্ষক প্লেনারি সেশনে ভাষণ দেন এবং ২৪ জুলাই এফএও সদর দপ্তরে বাংলাদেশ-বঙ্গবন্ধু শেখ মুজিব কক্ষ উদ্বোধন করেন।
জাতিসংঘের ফুড সিস্টেমস সামিটের এক ফাঁকে এফএও সদর দপ্তরে নবনির্মিত বাংলাদেশ-বঙ্গবন্ধু শেখ মুজিব কক্ষে নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দহলের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন শেখ হাসিনা।
ইতালির কৃষিমন্ত্রী ফ্রান্সেসকো লোলোব্রিজিদা, স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসি এবং বিচারমন্ত্রী কার্লো নর্দিও এফএও সদর দপ্তরে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।
এফএও'র মহাপরিচালক কিউ ডংইউ, আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের (আইএফএডি) প্রেসিডেন্ট আলভারো লারিও এবং বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) নির্বাহী পরিচালক সিন্ডি হেন্সলি ম্যাককেইন পৃথকভাবে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।
২৫ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। দুই নেতার উপস্থিতিতে বাংলাদেশ ও ইতালির মধ্যে 'জ্বালানি ক্ষেত্রে সহযোগিতা' এবং 'সাংস্কৃতিক বিনিময় কর্মসূচি' শীর্ষক দু’টি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইউরোপের ১৫টি দেশে অবস্থানরত বাংলাদেশের রাষ্ট্রদূতদের অংশগ্রহণে অনুষ্ঠিত 'কনফারেন্স অব বাংলাদেশ অ্যাম্বাসেডর ইন ইউরোপ'-এ যোগ দেন।
শেখ হাসিনা ২৫ জুলাই ইতালিতে প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত একটি কমিউনিটি ইভেন্টেও অংশগ্রহণ করেন।
আরও পড়ুন: নির্বাচন নয়, দেশকে অস্থিতিশীল করতে চায় বিএনপি: রোমে প্রধানমন্ত্রী
নেপালকে পায়রা বন্দর ব্যবহারের প্রস্তাব প্রধানমন্ত্রীর
৬২৪ দিন আগে
জাতিসংঘের খাদ্য সম্মেলনে যোগ দিতে রোমে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
জাতিসংঘের মহাসচিবের আমন্ত্রণে খাদ্য সম্মেলনে যোগ দিতে রবিবার (২৩ জুলাই) রোমে পৌঁছেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (২৪ জুলাই) ইতালির রাজধানী রোমে তিন দিনব্যাপী এই শীর্ষ সম্মেলন শুরু হবে।
প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা কাতার এয়ারওয়েজের একটি নিয়মিত ফ্লাইটে ঢাকা থেকে যাত্রা করেন।
স্থানীয় সময় দুপুর ১টা ৪০ মিনিটে (বাংলাদেশ সময় ৫টা ৪০মিনিটে) এটি রোমের ফিউমিসিনো বিমানবন্দরে অবতরণ করে।
ফ্লাইটটি এর আগে ভোর ৫টা ৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যায়।
ইতালির রোমে খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) সদর দপ্তরে ‘সাসটেইনেবল ফুড সিস্টেমস ফর পিপল, প্লানেট অ্যান্ড প্রোসপারেটি: ডাইভার্স পাথওয়েজ ইন আ শেয়ারড জার্নি’- এই প্রতিপাদ্য নিয়ে জাতিসংঘের খাদ্য ব্যবস্থাপনা+২ স্টকটেকিং মোমেন্ট (ইউএনএফএসএস+২) শীর্ষ সম্মেলনটি অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: জাতিসংঘের ফুড সিস্টেমস সামিটে যোগ দিতে রোমের উদ্দেশে ঢাকা ত্যাগ প্রধানমন্ত্রীর
ইতালিতে অবস্থানকালে শেখ হাসিনা মঙ্গলবার (২৫ জুলাই) ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে একটি দ্বিপক্ষীয় বৈঠক করবেন।
সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ভাষণ দেবেন।
তার সঙ্গে থাকা কর্মকর্তারা জানিয়েছেন, অন্যদের মধ্যে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এই অনুষ্ঠানে বক্তব্য দেবেন বলে আশা করা হচ্ছে।
এরপর তিনি জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) সদর দপ্তরে খাদ্য ব্যবস্থা ও জলবায়ু সংক্রান্ত কর্মকাণ্ডের উপর একটি পূর্ণাঙ্গ অধিবেশনে যোগ দেবেন।
এফএও মহাপরিচালক কু ডংইউ এবং ইন্টারন্যাশনাল ফান্ড অব এগ্রিকালচারাল ডেভেলপমেন্টের (ইফাদ) প্রেসিডেন্ট আলভারো লারিওর সঙ্গে আলাদাভাবে বৈঠক করবেন।
আরও পড়ুন: দেশের জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহী আরব আমিরাত
এরপর প্রধানমন্ত্রী এফএও সদর দপ্তরে বাংলাদেশ-বঙ্গবন্ধু শেখ মুজিব কক্ষের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন এবং একই দিনে এফএও মহাপরিচালকের রিসেপশনে যোগ দেবেন।
তার সফরে দুই দেশের মধ্যে ‘জ্বালানির ক্ষেত্রে সহযোগিতা’ এবং ‘সাংস্কৃতিক বিনিময় কর্মসূচি’ বিষয়ে দুটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হওয়ার আশা করা হচ্ছে।
এ ছাড়া, হাসিনা একটি আঞ্চলিক দূত সম্মেলনে যোগ দেবেন। এটি ইউরোপে অবস্থানরত ১৫ বাংলাদেশি রাষ্ট্রদূতের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে।
তিনি মঙ্গলবার (২৫ জুলাই) একটি কমিউনিটি ইভেন্টে যোগ দেবেন।
আগামী বুধবার (২৬ জুলাই) সফর শেষে শেখ হাসিনা রোম ত্যাগ করবেন বলে আশা করা হচ্ছে।
আরও পড়ুন: দেশের অফশোর উইন্ড এনার্জিতে বিনিয়োগের প্রস্তাব ডেনমার্কের
৬২৭ দিন আগে
জাতিসংঘের ফুড সিস্টেমস সামিটে যোগ দিতে রোমের উদ্দেশে ঢাকা ত্যাগ প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৪-২৬ জুলাই রোমে অনুষ্ঠিতব্য জাতিসংঘ ফুড সিস্টেমস সামিটে যোগ দিতে জাতিসংঘ মহাসচিবের আমন্ত্রণে ইতালির উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।
রবিবার প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী কাতার এয়ারওয়েজের একটি নিয়মিত ফ্লাইট ভোর ৫টা ৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।
ফ্লাইটটি স্থানীয় সময় দুপুর ২টা ৫ মিনিটে (বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৫ মিনিটে) রোম ফিউমিসিনো বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।
আরও পড়ুন: দুর্নীতি না করলে অসাধ্য সাধন করা যায়: সরকারি কর্মকর্তাদের উদ্দেশে প্রধানমন্ত্রী
'সাসটেইন্যাবল ফুড সিস্টেমস ফর পিপল, প্ল্যানেট অ্যান্ড প্রসপারিটি: ডাইভার্স পাথওয়েজ ইন আ শেয়ারড জার্নি' প্রতিপাদ্যকে সামনে রেখে খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) সদর দপ্তরে 'ইউনাইটেড ন্যাশনস ফুড সিস্টেমস+২ স্টকটেকিং মোমেন্ট' (ইউএনএফএসএস+২) শীর্ষক এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী ইতালিতে অবস্থানকালে তিনি ২৫ জুলাই ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।
২৪ জুলাই প্রধানমন্ত্রী সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ভাষণ দেবেন। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস অনুষ্ঠানে বক্তব্য রাখবেন বলে আশা করা হচ্ছে।
এরপর প্রধানমন্ত্রী এফএও সদর দপ্তরে ফুড সিস্টেমস অ্যান্ড ক্লাইমেট অ্যাকশন বিষয়ক প্লেনারি সেশনে যোগ দেবেন, এফএও মহাপরিচালক কিউ ডংইউ; ইন্টারন্যাশনাল ফান্ড অব এগ্রিকালচারাল ডেভেলপমেন্টের (ইফাদ) প্রেসিডেন্ট আলভারো লারিও-এর সঙ্গে পৃথকভাবে আলোচনা করবেন, এফএও সদর দপ্তরে বাংলাদেশ-বঙ্গবন্ধু শেখ মুজিব কক্ষের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন এবং একই দিন এফএও মহাপরিচালক আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন।
আরও পড়ুন: সেনাবাহিনীতে যোগ্য, বিচক্ষণ কর্মকর্তাদের পদোন্নতি দিন: প্রধানমন্ত্রী
সফরকালে দুই দেশের মধ্যে 'জ্বালানি ক্ষেত্রে সহযোগিতা' ও 'সাংস্কৃতিক বিনিময় কর্মসূচি' বিষয়ে দু’টি সমঝোতা স্মারক (এমওইউ) সই হবে বলে আশা করা হচ্ছে।
এছাড়া ২৫ জুলাই ইউরোপে অবস্থানরত ১৫ জন বাংলাদেশি রাষ্ট্রদূতের অংশগ্রহণে একটি আঞ্চলিক দূত সম্মেলন এবং একটি কমিউনিটি ইভেন্টে যোগ দেবেন শেখ হাসিনা।
কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এবং প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান অন্যান্যদের মধ্যে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন।
শেখ হাসিনা ২৬ জুলাই দেশের উদ্দেশে রোম ত্যাগ করবেন বলে আশা করা হচ্ছে।
আরও পড়ুন: তিন দিনের রাষ্ট্রীয় সফরে ইতালি যাচ্ছেন প্রধানমন্ত্রী
৬২৭ দিন আগে
সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরকদের পুরস্কৃত করলো রোমে বাংলাদেশ দূতাবাস
আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২২ উপলক্ষে ইতালির রোমের বাংলাদেশ দূতাবাস সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরক পাঁচ প্রবাসী বাংলাদেশিকে ‘রেমিট্যান্স অ্যাওয়ার্ড’ দিয়ে সম্মানিত করেছে।
সোমবার (১৯ ডিসেম্বর) চ্যান্সারিতে এক অনুষ্ঠানের আয়োজন করে দূতাবাস।
২০২১ সালের জুলাই থেকে ২০২২ সালের জুনের মধ্যে ইতালি থেকে শীর্ষ রেমিট্যান্স প্রেরক হিসেবে এই পাঁচ বাংলাদেশি পুরস্কার পেয়েছেন।
ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শামীম আহসান প্রাপকদের মাঝে পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানের অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল- রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর বাণী পাঠ, আলোচনা সভা এবং সনদপত্র ও ক্রেস্ট বিতরণ।
আলোচনা পর্বের শুরুতে দূতাবাসের প্রথম সচিব (শ্রম কল্যাণ) আশিফ আনাম সিদ্দিক প্রবাসীদের অধিকার সংরক্ষণে বাংলাদেশ সরকার কর্তৃক গৃহীত বিভিন্ন কর্মকাণ্ডের ওপর একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন। এই প্রেজেন্টেশনের বিষয় ছিল আইনি মাধ্যমে আরও রেমিট্যান্স প্রেরণে উৎসাহিত করা এবং এ ক্ষেত্রে দূতাবাসের ভূমিকা নিয়ে।
আরও পড়ুন: সব কূটনীতিকদের সম্পূর্ণ সুরক্ষার নিশ্চয়তা দেবে সরকার: পররাষ্ট্রমন্ত্রী
পুরস্কারপ্রাপ্তরা কেউ কেউ ব্যক্তিগতভাবে এবং কেউ কেউ ভার্চুয়ালি অনুষ্ঠানে যোগ দেন। পুরস্কারপ্রাপ্তরা অনুষ্ঠানে বক্তব্য রাখেন এবং তাদেরকে দেয়া স্বীকৃতির জন্য দূতাবাসকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান।
রাষ্ট্রদূত আহসান মূল্যবান রেমিট্যান্স পাঠানোর মাধ্যমে দেশের অর্থনীতি গতিশীল রাখার জন্য প্রবাসী বাংলাদেশিদের উল্লেখযোগ্য অবদানের কথা স্বীকার করে সকল পুরস্কারপ্রাপ্তদের আন্তরিক অভিনন্দন জানান।
রাষ্ট্রদূত বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার পরপরই কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ফলে বিদেশে শ্রমিক পাঠানোর পথ সুগম হয়।
আহসান বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার একটি প্রবাসীবান্ধব সরকার এবং সরকারের গৃহীত বড় পদক্ষেপগুলো তুলে ধরেন।
আহসান স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে বাংলাদেশ সরকার আইনি অভিবাসনের পক্ষে প্রতিশ্রুতিবদ্ধ।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের মধ্যে ছিলেন- ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব মাইগ্রেশন (আইওএম) এর ডিরেক্টর লরেন্স হার্ট এবং জনতা এক্সচেঞ্জ (জেইসি) এসআরএল এর ডিরেক্টর জিওভানি ইম্বারগামো।
তারা উভয়েই প্রবাসীদের কল্যাণে এবং দেশের অভিবাসীদের অবদানের জন্য বাংলাদেশ সরকারের ভূমিকার প্রশংসা করার পাশাপাশি দিবসটির বৈশ্বিক প্রেক্ষাপট ভাগ করে নেন।
'স্বতন্ত্র ক্যাটাগরিতে (পুরুষ) ২০২২ পুরষ্কারপ্রাপ্তরা হলেন- মোহাম্মদ জাহাঙ্গীর ফরাজী, মো. মাহফুজুল হক, উদ্দিন জিয়া এবং 'ব্যক্তিগত বিভাগে (নারী) হলেন আঁখি অ্যাগনেস গোমেস এবং মেহেনাস তাব্বাসসুম।
আইনি চ্যানেলের মাধ্যমে বাংলাদেশে রেমিট্যান্স প্রেরণকে উত্সাহিত করতে, রোমের বাংলাদেশ দূতাবাস ২০১৯ সালে ‘রেমিট্যান্স অ্যাওয়ার্ড’ চালু করেছে।
অনুষ্ঠানে মিশনের কর্মকর্তা, পুরস্কারপ্রাপ্তরা এবং তাদের পরিবারের সদস্যরা এবং প্রবাসী সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: আন্তরিকতার অভাবে রোহিঙ্গা প্রত্যাবাসন বিলম্বিত: পররাষ্ট্রমন্ত্রী
ভারতীয় মিত্রবাহিনীর ৩০ সদস্যকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সংবর্ধনা
৮৪২ দিন আগে
'আমি তোমাদের সবাইকে মেরে ফেলব': রোমে কফি শপে ঢুকে ৩ জনকে হত্যা
রোমের কনডমিনিয়াম বোর্ড মিটিং চলাকালীন এক বন্দুকধারী গুলি চালিয় তিনজনকে হত্যা করেছে। রবিবার উত্তর রোমের একটি কফি শপে এই হামলার ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও বেশ কিছু মানুষ।
দেশটির কর্তৃপক্ষ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন এই হামলায় তিনজন নিহত এবং অন্যরা আহত হয়েছেন।
আরও পড়ুন: ১৯০ তম জন্মদিনের শুভেচ্ছা ‘জোনাথন’
রোমের মেয়র রবার্তো গুয়ালতেরি সোমবারের জন্য একটি জরুরি নিরাপত্তা সভা ডেকেছেন।তিনি ‘আমাদের শহরকে আঘাতকারী সহিংসতার গুরুতর পর্ব’ বলে অভিহিত করেছেন।
এক টুইট বার্তায় তিনি নিশ্চিত করেছেন যে ফিদেনের শ্রমিক শ্রেণির পাড়ায় গুলিতে তিনজন নিহত হয়েছেন।
‘গুলির ঘটনাটি বারের একটি ঘেরা বহিরাঙ্গনে বসার জায়গাতে ঘটেছে। যা ‘টু পোস্টো গিস্টো’ বা ‘দ্যা রাইট প্লেস’ বলা হয়।
দৈনিক লা রিপাবলিকা কন্ডো বোর্ডের ভাইস প্রেসিডেন্ট প্রত্যক্ষদর্শী লুসিয়ানা সিওরবাকে উদ্ধৃত করে বলেছে যে ‘আমি তোমাদের সবাইকে মেরে ফেলব’ বলে লোকটি চিৎকার করে বারে প্রবেশ করে এবং তারপর গুলি চালায়। কারাবিনিয়ারি পুলিশ আসার আগেই উপস্থিত লোকজন তাকে নিরস্ত্র করতে সক্ষম হয়।
একটি ভিডিও সাক্ষাৎকারে কথা বলার সময় কিউরবা বলেছিলেন যে লোকটি বোর্ডের সদস্যদের সঙ্গে পরিচিত ছিল এবং স্থানীয় বাসিন্দাদের বিরুদ্ধে হুমকি দেয়ার বিষয়টি কর্তৃপক্ষকে আগেই অবহিত করা হয়েছিল।
আরও পড়ুন: বিক্ষোভের অভিযোগে আরেক ইরানী বন্দীর মৃত্যুদণ্ড কার্যকর
আফগানিস্তান-পাকিস্তান সীমান্তের কাছে মর্টার বিস্ফোরণে নিহত ৪, নিখোঁজ ২০
৮৫০ দিন আগে
রোমের উদ্দেশে স্পিকারের ঢাকা ত্যাগ
ইতালির রোমে অনুষ্ঠিতব্য প্রি-কপ২৬ পার্লামেন্টারি কনফারেন্সে অংশ নিতে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ঢাকা ত্যাগ করেছেন।
বুধবার দিবাগত রাত ১টা ৪০ মিনিটে স্পিকার রোমের উদ্দেশে রওনা দেন।
বৃহস্পতিবার সংদের পরিচালক (গণসংযোগ) মো. তারিক মাহমুদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: বাল্যবিয়ে প্রতিরোধে সাংসদদের ভূমিকা গুরুত্বপূর্ণ: স্পিকার
এসময় কনফারেন্সে অংশ নিতে স্পিকারের স্বামী সৈয়দ ইশতিয়াক হোসেনসহ জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি দীপঙ্কর তালুকদার, জাফর আলম ও সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালাম তার সফরসঙ্গী হয়ে ঢাকা ত্যাগ করেছেন।
স্পিকারসহ সংসদীয় প্রতিনিধিদলকে বিদায় জানাতে সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সংগ্রামী জীবনের ইতিহাস নবীনদের মাঝে ছড়াতে হবে: স্পিকার
আগামী ৮ ও ৯ অক্টোবর ইতালির রোমে কনফারেন্সটি অনুষ্ঠিত হবে। এরপর আগামী ১৩-১৫ অক্টোবর রাশিয়ার সেন্ট-পিটার্সবার্গে ৩য় ইউরেশিয়ান ওমেন্স ফোরামে অংশগ্রহণ শেষে আগামী ১৭ অক্টোবর দেশে ফিরবেন বলে আশা করা যাচ্ছে। স্পিকারের নেতৃত্বে সম্মেলনে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম ছাড়াও আদিবা আনজুম মিতা ও খোদেজা নাসরিন আক্তার হোসেন এমপি কনফারেন্সে অংশগ্রহণ করবেন।
১২৮১ দিন আগে
ইতালিতে করোনাভাইরাস আক্রান্ত বেড়ে ৮৮৮, মৃত্যু ২১
ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয় শুক্রবার জানিয়েছে, কোভিড-১৯ নামে নতুন করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৮৮ জনে। যার মধ্যে ২১ জন মারা গেছেন এবং ৪৬ জন সুস্থ হয়ে উঠেছেন।
১৮৬৭ দিন আগে
অর্থনৈতিক অংশীদারিত্ব জোরদারে সম্মত ঢাকা ও রোম
বাণিজ্য ও উন্নয়ন ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নের মাধ্যমে সহযোগিতা ও অর্থনৈতিক অংশীদারিত্বকে আরও জোরদার করতে একমত হয়েছে বাংলাদেশ ও ইতালি।
১৮৯০ দিন আগে
রোমে চ্যান্সারি ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার রোমে বাংলাদেশ দূতাবাসের চ্যান্সারি ভবন উদ্বোধন করেছেন।
১৮৯১ দিন আগে