ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয় শুক্রবার জানিয়েছে, কোভিড-১৯ নামে নতুন করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৮৮ জনে। যার মধ্যে ২১ জন মারা গেছেন এবং ৪৬ জন সুস্থ হয়ে উঠেছেন।
ইতালিতে আক্রান্তদের বেশিরভাগ অর্থাৎ আক্রান্ত ৮৮৮ জনের মধ্যে ৫৩১ জন দেশটির উত্তর লম্বার্ডি অঞ্চলের বাসিন্দা বলে জানানো হয়েছে।
এছাড়া, উত্তর ভেনেতো অঞ্চলে ১৫১ জন, এমিলিয়া-রোমাগনায় ১৪৫ জন, লিগুরিয়ায় ১৯ জন, পাইডমন্টে ১১ জন, টুসনিতে ৮ জন, মার্সে ৬ জন, সিসিলিতে ও ক্যাম্পানিয়াতে ৪ জন করে, লাজিও ও পুগলিয়ায় তিন জন করে এবং আব্রুজ্জো, ক্যালাব্রিয়া এবং স্বায়ত্তশাসিত বল্জানোতে ১ জন আক্রান্ত হয়েছেন।
সিভিল প্রোটেকশন বিভাগের প্রধান অ্যাঞ্জেলো বোরেলি এসব তথ্য জানিয়ে বলেন, ‘আজ তিন জন মারা গেছেন। তাদের মধ্যে দুজন ৮০ বছরের বেশি বয়সী এবং অপর জন ৭০ বছরের বেশি বয়সী।’
বোরেলি আরও জানান, বর্তমানে ৪১২ জন কোয়ারেন্টাইনে, ৩৪৫ জন হাসপাতালে ভর্তি এবং ৬৪ জন নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।