ইলেকট্রনিক্স ডিভাইস
লালমনিরহাটে নিয়োগ পরীক্ষায় ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহার, আটক ২
লালমনিরহাটে ইউনিয়ন পরিষদের ‘হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর’ পদে নিয়োগ পরীক্ষায় ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহার করায় দুইজন পরীক্ষার্থীকে আটক করা হয়েছে।
শনিবার (২ ডিসেম্বর) সকালে লালমনিরহাট সরকারি কলেজ কেন্দ্র থেকে পরীক্ষা চলাকালীন তাদের আটক করা হয়। আটক হওয়া দুইজন হলেন, মেহেদী হাসান ও ধমকান্ত রায়।
আরও পড়ুন: লালমনিরহাটে সড়ক দুর্ঘটনায় ইমাম নিহত
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, লালমনিরহাট সরকারি কলেজ কেন্দ্রে ‘হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর’ পদে নিয়োগ পরীক্ষা শুরু হয়। পরীক্ষা শুরুর কিছুক্ষণ পর মেহেদী হাসান ও ধমকান্ত রায় নামের দুইজন পরীক্ষার্থীর কানে ইলেকট্রনিক্স ডিভাইস পাওয়া যায়। পরে তাদের পুলিশে সোপর্দ করেন নিয়োগ কমিটির সদস্যরা।
লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ জানান, আটক দুই পরীক্ষার্থীর কানে ইলেকট্রনিক্স ডিভাইস পাওয়া যায়। পরে তাদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: লালমনিরহাটের কালীগঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
লালমনিরহাটে ট্রাক্টরের ধাক্কায় বৃদ্ধ নিহত
১ বছর আগে