বড় ছেলে
আওয়ামী লীগ নেতা মায়ার বড় ছেলে দীপু মারা গেছেন
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার বড় ছেলে সাজেদুল হোসেন চৌধুরী (দিপু) মারা গেছেন।
শনিবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকার ইউনাইটেড হাসপাতালে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর।
তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে এবং অসংখ্য বন্ধুবান্ধব ও গুনগ্রাহী রেখে গেছেন।
আরও পড়ুন: শনিবারের সহিংসতায় আহত সাংবাদিক রফিক ভূঁইয়া মারা গেছেন
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. রিয়াজ উদ্দিন রিয়াজ এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, হৃদরোগ ও ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেছেন সাজেদুল হোসেন চৌধুরী (দিপু)।
এছাড়া দিপু চৌধুরী ছাত্রলীগ ও যুবলীগের সাবেক কেন্দ্রীয় নেতা এবং বর্তমানে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কার্যকরী কমিটির অন্যতম সদস্য ছিলেন।
আরও পড়ুন: আ. লীগ নেতা মুক্তিযোদ্ধা ডা. এখলাস মারা গেছেন
মারা গেছেন পরীমণির নানা
১ বছর আগে