সক্ষমতা বৃদ্ধি
দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধিতে যুক্তরাষ্ট্রের সরঞ্জাম সহায়তা
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের অংশীদারিত্বের প্রতিশ্রুতি বাস্তবায়নের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স (এফএসসিডি) বিভাগের কাছে পানি থেকে দ্রুত উদ্ধার এবং বিপজ্জনক পদার্থ থেকে (এইচএজেডএমএটি) সুরক্ষা সরঞ্জাম দিয়েছে যুক্তরাষ্ট্র দূতাবাসের প্যাসিফিক অগমেন্টেশন টিম (পিএটি)।
যুক্তরাষ্ট্র দূতাবাসের প্যাসিফিক অগমেন্টেশন টিম প্রাকৃতিক দুর্যোগে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সক্ষমতা বাড়াতে ৮টি নৌকা, ১১০টি লাইফ ভেস্ট এবং অন্যান্য জরুরি উদ্ধার সরঞ্জাম দিয়েছে।
আরও পড়ুন: দুর্যোগ মোকাবিলায় উপকূলের মানুষের দক্ষতা বাড়ানো প্রয়োজন
এছাড়াও স্বাস্থ্য নিরাপত্তা বা পরিবেশের জন্য বিপজ্জনক পদার্থ উপস্থিত থাকতে পারে এমন জরুরি পরিস্থিতিতে মোকাবিলায় প্রথম সারির কর্মীদের ১২০টি ডিসপোজেবল কভারঅল এবং ১০০টি মেডিকেল ব্যাগ দিয়েছেন।
এই অনুদান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কার্যক্ষমতা বাড়াবে। ফলে জরুরি অবস্থায় দেশজুড়ে রক্ষা পাবে অসংখ্য জীবন।
পিএটি ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিগত ৫ বছর ধরে কাজ করছে। এর আগে তারা বহু মেডিকেল ফার্স্ট রেসপন্ডার সেমিনার এবং অন্যান্য প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করেছে। পিএটি বাংলাদেশের বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে সহনশীলতা তৈরি এবং বিনিয়োগের সুযোগ খুঁজে চলেছে।
যুক্তরাষ্ট্র দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন মেগান বোলডিন বলেন, ‘এই অনুদান আমাদের স্থায়ী অংশীদারিত্ব এবং দুর্যোগ প্রতিক্রিয়া ও জীবন রক্ষার প্রতি আমাদের অভিন্ন প্রতিশ্রুতির প্রমাণ।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- এফএসসিডির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল।
আরও পড়ুন: উন্নয়নশীল দেশগুলোতে দুর্যোগ মোকাবিলায় তহবিল বাড়ানোর আহ্বান জাতিসংঘ মহাসচিবের
২ মাস আগে
শিক্ষা প্রশাসনের সক্ষমতা বৃদ্ধিতে কাজ করবে ইউএনডিপি
পার্বত্য চট্টগ্রাম ও প্রত্যন্ত অঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে কাজ করার আগ্রহের কথা জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার।
বুধবার (১২ জুন) সচিবালয়ে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এবং বাংলাদেশে নিযুক্ত ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলারের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠকে এই সিদ্ধান্ত হয়।
আরও পড়ুন: রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন ইউএনডিপির শুভেচ্ছা দূত প্রিন্সেস ভিক্টোরিয়া
পাশাপাশি ইউএনডিপি শিক্ষা প্রশাসনের গতিশীলতা ও পরিচালন সক্ষমতা বৃদ্ধি ও শিক্ষাক্ষেত্রে এক্সেস টু ইনফরমেশনের (এটুআই) মাধ্যমে চলমান কার্যক্রমসমূহ আরও বেগবান করতেও কাজ করবে।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ নিযুক্ত ইউএনডিপিয়ের অ্যাসিসট্যান্ট রেসিডেন্ট রিপ্রেজেনটেটিভ সর্দার এম আসাদুজ্জামান এবং বাংলাদেশে নিযুক্ত ইউএনডিপিয়ের স্ট্রাটেজিক কমিউনিকেশনস অ্যান্ড আউটরিচ অফিসার কিরতিজাই পেহরি প্রমূখ।
আরও পড়ুন: জলবায়ু সহনশীলতা জোরদারে ইউএনডিপির সঙ্গে ফ্রান্সের ১.২ মিলিয়ন ইউরোর চুক্তি
জ্বালানি খাতে সবুজ রূপান্তর সংলাপে ইউএনডিপির শুভ্চ্ছোদূত
৬ মাস আগে
ইউএনআইডিও’র সম্মেলনে টেকসই সাপ্লাই চেইনের সক্ষমতা বৃদ্ধির বাংলাদেশের প্রস্তাব গৃহীত
ভিয়েনায় জাতিসংঘ শিল্প উন্নয়ন সংস্থার (ইউএনআইডিও) ২০তম সাধারণ সম্মেলনে 'উৎপাদনশীল, সহনশীল ও টেকসই সরবরাহ শৃঙ্খল উন্নয়নে সদস্য দেশগুলোর সক্ষমতা বৃদ্ধি' শীর্ষক বাংলাদেশের উত্থাপিত একটি প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে।
সপ্তাহব্যাপী এই সম্মেলনে ইউএনআইডিও’র ১৭২টি সদস্য দেশের সরকার প্রধান, মন্ত্রী ও উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা অংশ নিয়েছেন।
শনিবার(২ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কোভিড মহামারি ও ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে বৈশ্বিক সরবরাহ শৃঙ্খল ব্যাপকভাবে বিঘ্নিত হয়েছে, যা বিশ্বজুড়ে উৎপাদক, শিল্প ও ভোক্তাদের প্রভাবিত করেছে।
আরও পড়ুন: তথ্য সভায় এফএও বাংলাদেশের অগ্রগতি ও সাফল্য উপস্থাপন
এই প্রস্তাবটি ইউএনআইডিও-কে জাতিসংঘের অন্য যেকোনো শাখার তুলনায় বেসরকারি খাতের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার সুযোগ দিতে পারে। দেশ ও অর্থনীতিকে সরবরাহ শৃঙ্খল স্থিতিশীলতার প্রচারে সহায়তা করবে এবং এইভাবে ভবিষ্যতের যেকোনো পরিস্থিতির জন্য তাদের প্রস্তুত করবে।
প্রস্তাবটি প্রাসঙ্গিক অংশীজনদের মধ্যে প্রয়োজনীয় সংলাপকে উৎসাহিত করবে। বৈশ্বিক ও আঞ্চলিক সরবরাহ শৃঙ্খলের স্থায়িত্ব, স্থিতিশীলতা ও উৎপাদনশীলতা নিশ্চিত করতে সুনির্দিষ্ট পদক্ষেপ নেবে। এছাড়া উৎপাদক দেশ ও সরবরাহকারীদের সহায়তার উপরও বিশেষ জোর দেবে এটি।
এই প্রস্তাবটি ইউএনআইডিওকে সরবরাহ শৃঙ্খলে তার ন্যায্য অংশগ্রহণ নিশ্চিত করতে নিজস্ব সক্ষমতা তৈরি করবে। এছাড়াও সমস্ত অংশীজনদের মধ্যে ন্যায়সঙ্গত মুনাফা বিনিময় করবে- যা ন্যায্য মূল্য, দক্ষতা ও জ্ঞান হস্তান্তর সুরক্ষিত করতে অবদান রাখবে। পাশাপাশি উন্নয়নশীল দেশগুলো থেকে অংশগ্রহণকারী সংস্থাগুলোর জন্য বাজার ও প্রযুক্তির প্রবেশাধিকার ও উৎপাদনশীলতা নিশ্চিত করবে।
আরও পড়ুন: আইএমও'র কাউন্সিল সদস্য নির্বাচিত বাংলাদেশ
সাপ্লাই চেইন নিয়ে সাধারণ সম্মেলনে বাংলাদেশের পেশ করা প্রস্তাবটিই ছিল আলোচনার মাধ্যমে গৃহীত একমাত্র প্রস্তাব।
মেক্সিকো ও নরওয়ের পেশ করা লিঙ্গ সমতা সম্পর্কিত একটি প্রস্তাব এবং পরিবেশগত স্থায়িত্ব ও বৃত্তাকার অর্থনীতির উপর আর্মেনিয়ার পেশ করা আরেকটি প্রস্তাব সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে অবস্থান বা দৃষ্টিভঙ্গির তীব্র পার্থক্যের কারণে গৃহীত হয়নি।
গত চার সপ্তাহ ধরে অবিচল প্রচেষ্টার মাধ্যমে সর্বসম্মতিক্রমে প্রস্তাবটি গ্রহণে সব সদস্য রাষ্ট্রকে সম্মত করতে সক্ষম হয় বাংলাদেশ প্রতিনিধি দল।
আরও পড়ুন: ‘ওপিসিডব্লিউ-দ্য হেগ পুরস্কার ২০২৩’ পেলেন বুয়েটের অধ্যাপক ড. সৈয়দা সুলতানা রাজিয়া
১ বছর আগে