২৪ প্রার্থী
ময়মনসিংহে ২৪ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল
ময়মনসিংহ জেলার ১১টি সংসদীয় আসনের মনোনয়ন যাচাই বাছাই সম্পন্ন হয়েছে।
যাচাই বাছাইয়ে বিভিন্ন ত্রুটি জনিত কারণে জেলার ১১টি আসনে ২৪ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছেন জেলা প্রশাসক ও জেলা রিটানিং কর্মকর্তা।
আরও পড়ুন: ঢাকা-১৭ আসনের উপনির্বাচন: হিরো আলমসহ ৮ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল
সর্বশেষ তথ্য অনুযায়ী জেলার ১১টি আসনে ১০৭ জন মনোনয়ন প্রত্যাশী মনোনয়ন দাখিল করেছিলেন। ময়মনসিংহ জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা হলেন—
ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী ফারুক আহমেদ খান, ময়মনসিংহ-২ (তারাকান্দা-ফুলপুর) আসনে আবু বকর সিদ্দিক।
ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ একেএম আব্দুর রফিক, মোশাররফ হোসেন আজাদ।
ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট বদর উদ্দিন আহমেদ, কৃষিবিদ নজরুল ইসলাম, ফয়জুর রহমান।
ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনে রওশনপন্থী জাতীয় পার্টির প্রার্থী ডা. খন্দকার রফিকুল ইসলাম, আব্দুল মান্নান আকন্দ, জাহাঙ্গীর আলম, আওয়ামীলীগের স্বতন্ত্র প্রার্থী সেলিমা বেগম।
ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনে উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি হাবিবুর রহমান খান, বাবুল আহেম্মেদ, আবুল মনসুর ফকির, মুক্তিজোটের প্রার্থী বাদশা দেওয়ান।
ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী কানিজ ফাতেমা, এ কে এম ওয়াহিদুজ্জান ও খিজির হায়াত খান। ময়মনসিংহ-
০ (গফরগাঁও) আসনে আওয়ামীলীগের স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের উপদেষ্টা কায়সার আহমেদ ও আবুল হোসেন।
ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে জেলা আওয়ামী লীগের সহসভাপতি স্বতন্ত্র প্রার্থী এম এ ওয়াহেদ, সুপ্রিম পার্টি এবিএম জিয়া উদ্দিন বাসার, বাংলাদেশ তরিকত ফেডারেশনের কায়কোবাদ আহমেদ, আওয়ামী লীগের স্বতন্ত্র (জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি) হাজী আব্দুর রহমান।
আরও পড়ুন: দিনাজপুরের ৪ জনের মনোনয়নপত্র বাতিল
খুলনায় তিনটি আসনে ১৮ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল
১ বছর আগে