জীপসহ পুড়েছে ১১টি গাড়ি
নাটোরে পৌর মেয়রেরসহ পুড়েছে ১১টি গাড়ি
নাটোরের সিংড়ায় গ্যারেজে রাখা পৌর মেয়রের জীপসহ ১১টি যানবাহন পুড়ে গেছে। মঙ্গলবার (৫ ডিসেম্বর) ভোর রাত ৪টার দিকে পৌরসভা ভবন সংলগ্ন পৌরসভার নিজস্ব গ্যারেজে এ ঘটনা ঘটে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ভোর ৪টার দিকে পৌরসভা ভবন সংলগ্ন পৌরসভার নিজস্ব গ্যারেজে আগুনের লেলিহান শিখা দেখে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে গ্যারেজের শাটার ভেঙে আগুন নিয়ন্ত্রণে আনেন।
আরও পড়ুন: নাটোরে দাঁড়িয়ে থাকা ৩টি বাসে আগুন
তিনি আরও বলেন, এর আগেই পুড়ে যায় পৌর মেয়র জান্নাতুল ফেরদৌসের ব্যক্তিগত জীপ, ২টি কমিউনিটি অ্যাম্বুলেন্স ও ৮টি ইজিবাইক।
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে ধারণা করছেন সিংড়া ফায়ার সার্ভিসের স্টেশন লিডার সুমন আলী।
বিয়টি তদন্ত করা হচ্ছে বলে জানান ওসি। তবে মেয়রকে ফোনে পাওয়া যায়নি।
আরও পড়ুন: নাটোরে আওয়ামী লীগ কার্যালয়ে আগুন
১ বছর আগে