নিহত বাংলাদেশি
বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবকের মরদেহ ফেরত
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীর নগরভিটা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত মো. রাজু মিয়ার মৃতদেহ ফেরত পাঠানো হয়েছে।
শনিবার (৬ জুলাই) রাত ১১টার দিকে উপজেলার জগদল বিওপি সীমান্তে বিজিবি ও পুলিশকে মৃতদেহ হস্তান্তর করে বিএসএফ।
নিহত রাজু মিয়া (২৮) উপজেলার বড়পলাশবাড়ি ইউনিয়নের গড়িয়ালি গ্রামের হাবিবুর আলীর ছেলে।
বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত রাজুর লাশ বিএসএফ ২ দেশের পুলিশের উপস্থিতিতে বিজিবির কাছে হস্তান্তর করেছে।
মৃতদেহ গ্রহণের পরপর নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
এর আগে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহতের ঘটনায় শনিবার বিকালে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ঘটনাটির প্রতিবাদ জানিয়েছে বিজিবি।
উল্লেখ্য, রাজু ইসলাম শুক্রবার ভোরে নাগরভিটা সীমান্তের ৩৭৬/৫ পিলারের পাশ দিয়ে ভারতীয় এলাকায় গরু আনতে যায়। প্রায় ১০০ গজ অভ্যন্তরে তিনগাঁও নামক স্থানে বিএসএফ টহল দল তাকে লক্ষ করে গুলি ছোড়ে। ঘটনাস্থলেই তিনি গুলিবিদ্ধ হয়ে মারা যান।
৪ মাস আগে
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে নিহত বাংলাদেশির লাশ ফেরত দিলো বিএসএফ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের রোকনপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত রাজিবুল ইসলাম রাজনের লাশ ফেরত দিয়েছে বিএসএফ।
সোমবার (৪ ডিসেম্বর) রাত ১০টার দিকে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের পর তার লাশ হস্তান্তর করা হয়।
আরও পড়ুন: ভোটের আগে সীমান্তে সতর্কতা বাড়াবে বিজিবি-বিএসএফ
১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সাদিকুর রহমান জানান, সোমবার রাত ১০টায় রোকনপুর সীমান্তে বিজিবি-বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বাংলাদেশি যুবক রাজনের লাশ হস্তান্তর করে বিএসএফ। এসময় দুই দেশের পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গুলিতে নিহত যুবকের লাশ ফেরত দিয়েছে বিএসএফ। স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
মহেশপুর সীমান্ত থেকে বাংলাদেশি যুবকের লাশ উদ্ধার
১১ মাস আগে