জনগণের আদালত
নির্বাচনে কারচুপির সঙ্গে জড়িতদের জনগণের আদালতে বিচার হবে : রিজভী
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদের একতরফা নির্বাচনের সঙ্গে জড়িতদের 'জনগণের আদালতে' বিচার করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) এক ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
বিএনপি নেতা বলেন, বর্তমান সরকার দেশ, জাতি ও আন্তর্জাতিক সম্প্রদায়ের মতামত ও দাবি উপেক্ষা করে প্রহসনের নির্বাচন অনুষ্ঠানে জোর দিচ্ছে।
সরকার, নির্বাচন কমিশন এবং তাদের সঙ্গে যারা চুক্তি করছে তাদের ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন বিএনপির এই নেতা।
রিজভী হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, 'জনগণের আদালত গঠন করা হচ্ছে এবং তাদের প্রতিটি অপকর্মের জবাব দিতে হবে।’
রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেন, সরকার গার্মেন্টস শিল্পকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে।
বিএনপি নেতা বলেন, 'গার্মেন্টস শিল্পের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হলে অনেক মানুষ বেকার হয়ে পড়বে। কিন্তু সরকার তা নিয়ে ভাবছে না। এটা যদি দেশপ্রেমিক সরকার হতো, তাহলে তারা সবকিছু বিবেচনায় নিত।’
রিজভী অভিযোগ করেন, প্রহসনমূলক নির্বাচন করতে সরকার বিএনপির হাইকমান্ডকে কারারুদ্ধ করছে।
আরও পড়ুন: নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের জন্য ইসির শো-কজ জনগণের সঙ্গে তামাশা: রিজভী
তিনি আরও অভিযোগ করেন, সরকার গত ১৫ বছর ধরে দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে 'বিরোধী দলীয় নেতা-কর্মীদের গুম' করতে বাধ্য করছে।
আগামীকাল সকাল ৬টায় শুরু হতে যাওয়া ৪৮ ঘণ্টার অবরোধের ১০ম দফা সফল করতে জনগণের প্রতি আহ্বান জানান বিএনপির যুগ্ম মহাসচিব।
তিনি বলেন, 'আমাদের আন্দোলন গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য। আগামীকাল সকাল ৬টা থেকে শুরু হয়ে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত ৪৮ ঘণ্টার অবরোধ চলবে। অবরোধ কর্মসূচি চলাকালে বিএনপিসহ সমমনা দলের সর্বস্তরের নেতা-কর্মীরা রাজপথে থাকবে।
রিজভী বলেন, ‘আমরা জনগণের শক্তিতে বিশ্বাস করি। আমাদের একমাত্র আশ্রয় হচ্ছে জনগণ। আমরা বিদেশি শক্তির ওপর নির্ভরশীল নই। আমরা আমাদের দাবি আদায়ের জন্য জনগণের শক্তির উপর নির্ভর করছি।’
রুহুল কবির রিজভী বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আগামী ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি সফল করার জন্য আমি সকলের প্রতি আহ্বান জানাচ্ছি।
আরও পড়ুন: বুধবার থেকে ফের ৪৮ ঘণ্টার অবরোধ ঘোষণা বিএনপির
১০ মাস আগে