কাঙ্ক্ষিত
বৃষ্টিতে ঢাকাবাসীর যাতায়াত ব্যাহত
ঢাকার বাতাসের মান কয়েকদিন ধরেই ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে। এর মূল্যে রয়েছে ধুলাবালি। এর থেকে পরিত্রাণের সহজ উপায় বৃষ্টি। কিন্তু সেই বৃষ্টি বৃহস্পতিবার দেখা দিলেও ঢাকাবাসীর যাতায়াতে তৈরি করেছে সমস্যা।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মোহাম্মদ শাহিনুল ইসলাম বলেন, আজ সারা দিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে এবং শুক্রবার আবহাওয়ার উন্নতি হতে পারে।
তিনি বলেন, আজ সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ঢাকায় ১০ মিলিমিটার এবং যশোরে সর্বোচ্চ ২৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
গণপরিবহনের স্বল্পতায় অনেককে হাঁটতে দেখা গেছে।
আরও পড়ুন: বৃষ্টি সত্ত্বেও ঢাকার বাতাসের মান 'অস্বাস্থ্যকর'
অফিসগামীরা, বিশেষ করে বেসরকারি খাতে কর্মরতদের নিজ নিজ কর্মস্থলে যেতে অসুবিধার সম্মুখীন হতে হয়েছে।
এদিকে, সমুদ্রবন্দরগুলো, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা নেই।
চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে সংকেত নামিয়ে ফেলতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থান করা সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে আজ (৭ ডিসেম্বর) সন্ধ্যা পর্যন্ত সাবধানে চলাচল করতে নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: ঢাকার বাতাস মঙ্গলবার সকালে বিশ্বের সবচেয়ে দূষিত
ঘূর্ণিঝড় মিগজাউম: ভারতের দক্ষিণ অন্ধপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে
১ বছর আগে