বেনাপোল ইমিগ্রেশন
ইসকনের ৫৪ ভক্তকে বেনাপোল ইমিগ্রেশন থেকে ফেরত
বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় ইসকনের ৫৪ ভক্তকে ফেরত পাঠাল ইমিগ্রেশন পুলিশ।
রবিবার (১ ডিসেম্বর) সকাল ১০টা পর্যন্ত অপেক্ষার পর ইমিগ্রেশন পুলিশ তাদের ফেরত পাঠায়।
এর আগে গতকাল শনিবার ও আজ রবিবার সকালে দেশের বিভিন্ন জেলা থেকে ইসকন ভক্তরা ভারতে যাওয়ার উদ্দেশে বেনাপোলে আসেন।
আরও পড়ুন: ৭ দিন পর বেনাপোল থেকে দূরপাল্লার বাস চলাচল শুরু
ইসকন সদস্য সৌরভ তপন্দার চেলী বলেন, ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে ভারতে যাওয়ার জন্য বেনাপোলে এসেছিলেন তারা। ভারতে যাওয়ার অনুমতি নেই বলে কোনো কারণ ছাড়াই ইমিগ্রেশন থেকে তাদের ফেরত পাঠানো হয়েছে।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ ভূঁইয়া বলেন, ইসকন ভক্তদের ভারত ভ্রমণ সন্দেহজনক বলে মনে হয়েছে। তাই ৫৪ জন ভক্তকে ভারতে প্রবেশের অনুমতি না দিয়ে ফিরিয়ে দেওয়া হয়েছে।
আরও পড়ুন: বেনাপোল দিয়ে ভারত থেকে ১০৩০ মেট্রিক টন চাল আমদানি
৩ সপ্তাহ আগে
মাঙ্কিপক্সের আতঙ্ক: ভারত ফেরত যুবক যশোর হাসপাতালে ভর্তি
মাঙ্কিপক্সের সন্দেহজনক উপসর্গ নিয়ে শুক্রবার ভারত ফেরত এক যুবককে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার দাওরা গ্রামের বাসিন্দা আব্বাস আলী (৪২) গত ৩ জুন ভারতে যান।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ জানান, শুক্রবার বিকালে তিনি বেনাপোল হয়ে দেশে ফেরেন।
আরও পড়ুন: মহামারির রূপ নিবে না মাঙ্কিপক্স: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
তিনি বলেন, স্ক্রিনিংয়ের সময় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তার শরীরে ফুসকুড়ি দেখে আব্বাসকে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়।
বেনাপোল চেকপোস্ট প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা কেন্দ্রের স্বাস্থ্য কর্মকর্তা ডা. মহসিনা আক্তার রুম্পা বলেন, পরীক্ষা না করে কিছুই বলা যাবে না। তিনি মূলত
চিকেনপক্সে আক্রান্ত। তাকে বিশেষ ব্যবস্থায় যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি দেখবেন।
আরও পড়ুন: মাঙ্কিপক্স: পোষা প্রাণী থেকে সতর্ক থাকার আহ্বান
এর আগে একজন তুর্কি নাগরিকের মাঙ্কিপক্সের সন্দেহজনক লক্ষণ দেখা যায় তাকে ৭ জুন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর তাকে হাসপাতালে পাঠানো হয়েছিল। তবে পরীক্ষায় মাঙ্কিপক্স ভাইরাস পাওয়া না গেলে তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়।
২২ মে থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে স্থল, বিমান ও সমুদ্র বন্দরে নজরদারি জোরদার করার নির্দেশ দেয় সরকার।
২ বছর আগে
দেশে ফিরেছেন ভারতে পাচার হওয়া ৬ নারী
দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পাচার হওয়া ছয় নারীকে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে দেশটির সরকার। বুধবার সন্ধ্যায় ভারতীয় ইমিগ্রেশন পুলিশ তাদেরকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্থান্তর করেন।
ফেরত আসা নারীরা হলেন-মাগুরার আব্দুস শুকুরের মেয়ে মৌমিতা (২২), যশোরের শার্শা উপজেলার গফফার আলীর মেয়ে জরিনা বেগম (২৩), ঢাকার ইদ্রিস আলীর মেয়ে মিতু আক্তার (২০), একই এলাকার আবিদ মিয়ার মেয়ে সীমু (২২), জব্বার খানের মেয়ে জারা খান (২১) ও শেরপুরের জাবেদ আক্তারের মেয়ে রিয়া আক্তার (২১)।
আরও পড়ুন: বেনাপোল হয়ে গত ৪০ দিনে দেশে ফিরেছেন ৩,৩৩৬ জন
জাস্টিস অ্যান্ড কেয়ার ফিল্ড অফিসার রোকেয়া জানান, ভালো কাজের প্রলোভন দেখিয়ে সীমান্ত দিয়ে অবৈধভাবে তাদেরকে ভারতে পাচার করা হয়েছিল। পাচারকারীরা তাদের ভারতে নিয়ে গিয়ে ভালো কাজ না দিয়ে ঝুঁকিপূর্ণ কাজে জোর করে ব্যবহার করে। খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে আদালতে পাঠায়। পরে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনি প্রক্রিয়ায় ট্রাভেল পারমিটের মাধ্যমে তারা দেশে ফেরার সুযোগ পায়।
২ বছর আগে
বাংলাদেশে আটকে পড়া ৩১৭৮ ভারতীয় নাগরিক দেশে ফিরেছেন
বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে গত এক সপ্তাহে ৩ হাজার ১৭৮ জন ভারতীয় নাগরিক দেশে ফিরেছেন।
৪ বছর আগে
১৪ দিনে বেনাপোল ইমিগ্রেশনে ১০ হাজার ৫৩৬ জনের স্বাস্থ্য পরীক্ষা
করোনাভাইরাস প্রতিরোধে বেনাপোল চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনে ১৪ দিনে ১০ হাজার ৫৩৬ জনের স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করা হয়েছে।
৪ বছর আগে