সহিংসতা-নাশকতা
রাজনৈতিক সহিংসতা-নাশকতার অভিযোগে ৭ জন গ্রেপ্তার : র্যাব
বিএনপিসহ সমমনা দলগুলোর দেশব্যাপী অবরোধ ও হরতালচলাকালে ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতার অভিযোগে বৃস্পতিবার দেশের বিভিন্ন স্থান থেকে বিএনপি নেতাকর্মীসহ আরও সাতজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গ্রেপ্তাররা হলেন- নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাখাওয়াত ইসলাম ও চট্টগ্রামের উত্তর মাদারশা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক গিয়াস উদ্দিন।
ঢাকার সূত্রাপুর ও চট্টগ্রামের হাটহাজারী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
র্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আল আমিন জানান, দেশের বিভিন্ন স্থান থেকে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
আরও পড়ুন: রাজনৈতিক সহিংসতা-নাশকতার অভিযোগে র্যাবের হাতে গ্রেপ্তার ২১
গত ২৮ অক্টোবরের হামলা ও নাশকতাসহ দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ও নাশকতার অভিযোগে এ পর্যন্ত মোট ৮৪৭ জনকে গ্রেপ্তার করেছে র্যাব।
এদিকে সহিংসতা ও ভাঙচুর প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীতে ১২৬টিসহ সারাদেশে র্যাবের ৪১৮টি টহল দল মোতায়েন করা হয়েছে।
দেশের বিভিন্ন স্থানে টহল দিয়ে যাত্রী ও পণ্য পরিবহন, দূরপাল্লার গণপরিবহন ও কার্গো পরিবহনের নিরাপত্তা দিচ্ছে এলিট ফোর্স।
এছাড়া যেকোনো ধরনের ভাঙচুর ও সহিংসতা রোধে বাসস্ট্যান্ড, রেলস্টেশনসহ গুরুত্বপূর্ণ স্থানে র্যাবের গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।
আরও পড়ুন: ২৮ অক্টোবর থেকে রাজনৈতিক সহিংসতা- নাশকতার অভিযোগে র্যাবের হাতে গ্রেপ্তার ৮২০
১ বছর আগে