ইউনিক গ্রুপ
নাদিহা আলীর মৃত্যুতে প্রধানমন্ত্রী ও শেখ রেহানার শোক
যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় ইউনিক গ্রুপ ও নতুন ভিশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহা. নূর আলীর দ্বিতীয় মেয়ে নাদিহা আলীর মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানা।
টুঙ্গিপাড়া সফরকালে বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) রাত ১০টা ৫০ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা হয় মোহা. নূর আলীর। সেসময় যুক্তরাষ্ট্রের শিকাগোতে অবস্থান করছিলেন নূর আলী।
এ ছাড়া, বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানাও ফোনে মোহা. নূর আলীর সঙ্গে কথা বলেন।
আরও পড়ুন: ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ডা. আব্দুল মালিকের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা নাদিহা আলীর অকাল মৃত্যুতে নূর আলীকে সান্ত্বনা দেন এবং সমবেদনা জানান।
তারা নূর আলীর মেয়ের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। পাশাপাশি পরিবার যেন এই শোক কাটিয়ে উঠতে পারেন সেই কামনা করেন।
উল্লেখ্য, গত বুধবার যুক্তরাষ্ট্রের শিকাগো বিমানবন্দরের কাছে সড়ক দুর্ঘটনায় ইউনিক গ্রুপ ও নতুন ভিশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহা. নূর আলীর মেয়ে নাদিহা আলীর মৃত্যু হয়।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ার আ.লীগ নেতা আল মামুনের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
প্রবীণ সাংবাদিক হেলাল উদ্দিন চৌধুরীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
১০ মাস আগে