প্রয়োজনীয় প্রস্তুতি
নির্বাচনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে: আইজিপি
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় সেজন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন।
রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশ ব্লাড ব্যাংকের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আরও পড়ুন: বিচারককে নিয়ে অবমাননাকর মন্তব্য: দিনাজপুরের মেয়র জাহাঙ্গীরকে এক মাসের কারাদণ্ড
তিনি বলেন, ‘আমাদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও সরঞ্জাম রয়েছে এবং আমরা জনবল দিয়ে পুরোপুরি প্রস্তুত রয়েছি।’
তিনি বলেন, ‘ইতোমধ্যে আমরা নির্বাচন-পূর্ব, নির্বাচনকালীন ও নির্বাচনপরবর্তী পরিস্থিতি মোকাবিলায় বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছি এবং তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করছি।’
এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, ‘যেকোনো ধরনের নাশকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমাদের গোয়েন্দাভিত্তিক অভিযান পরিচালিত হচ্ছে এবং আপনারা সবাই জানেন যে বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত হামলা চালানো হচ্ছে। সব ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড মোকাবিলা করে অবাধ নির্বাচন অনুষ্ঠানে প্রয়োজনীয় সহায়তা দিতে পুলিশ প্রস্তুত রয়েছে।’
তিনি বলেন, ‘আমরা ইসির কাছ থেকে অপরাধী বা অবৈধ অস্ত্রধারীদের কোনো তালিকা পাইনি, তবে তাদের গ্রেপ্তারের জন্য আমাদের নির্দেশ দেওয়া হয়েছে।’
তিনি আরও বলেন, ‘অপরাধী ও অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।’
আরও পড়ুন: তারেক-জোবাইদাকে দোষী সাব্যস্ত করা নিম্ন আদালতের বিচারককে হত্যার হুমকি দিয়ে চিঠি
বগুড়ায় বিচারকের সই জাল করে আসামিদের অব্যাহতি, সাবেক পেশকারসহ গ্রেপ্তার ৫
১১ মাস আগে