ব্যাংক আমানত
গ্রামাঞ্চলে ব্যাংকে আমানত কমেছে ২২.৫৬ শতাংশ: বাংলাদেশ ব্যাংক
দেশের গ্রামাঞ্চলের ব্যাংকগুলোতে আমানত কমেছে ২২ দশমিক ৫৬ শতাংশ। অপরদিকে শহরাঞ্চলে ৬ দশমিক ৩৭ শতাংশ আমানত বেড়েছে।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালের সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংক আমানতকারীর সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ১৫ কোটি। এ সময়ে তারা তাদের অ্যাকাউন্টে ১৭ কোটি টাকার বেশি জমা দিয়েছেন।
এর মধ্যে ১ লাখ ১৩ হাজার ৫৮৬টি ব্যাংক অ্যাকাউন্টে ১ কোটি টাকা বা তার বেশি আমানত রয়েছে। এসব অ্যাকাউন্টে জমা হয়েছে প্রায় ৭ লাখ ২৬ হাজার কোটি টাকা। অর্থাৎ দেশের ব্যাংকিং খাতে মোট আমানতের ৪২ দশমিক ৩৫ শতাংশ এ ধরনের অ্যাকাউন্টধারীদের।
আরও পড়ুন: সেরা ৫২৫ করদাতা নির্বাচন করেছে এনবিআর
২০২৩ সালের জুন মাস পর্যন্ত মোট আমানতকারীর সংখ্যা ছিল ১৪ কোটি ৫৯ লাখের বেশি। এসব অ্যাকাউন্টে আমানতের পরিমাণ ১৬ লাখ ৮৭ হাজার কোটি টাকা।
১ কোটি টাকার বেশি আমানতসহ ১ লাখ ১৩ হাজার ৫৫৪টি ব্যাংক অ্যাকাউন্ট ছিল।
বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে বলা হয়, তিন মাসের ব্যবধানে ১ কোটি টাকা বা তার বেশি টাকার অ্যাকাউন্টের সংখ্যা বেড়েছে ৩২টি এবং এক বছরের ব্যবধানে বেড়েছে ৭ হাজার ৬৬টি।
আরও পড়ুন: বৈশ্বিক ব্যবস্থার বিকাশ বাংলাদেশের জন্য ঝুঁকি ও সুযোগ নিয়ে আসে: অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন
১ বছর আগে