নথিপত্র জব্দ
চট্টগ্রাম ওয়াসা ভবনে দুদক, নথিপত্র জব্দ
চট্টগ্রাম ওয়াসার পাম্প অপারেটর নিয়োগ ও বিভিন্ন প্রজেক্টে আর্থিক অনিয়ম তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
এরই অংশ হিসেবে বুধবার (১৩ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম ওয়াসায় আসেন দুদকের উপপরিচালক ফখরুল ইসলামের নেতৃত্বে তিন সদস্যের একটি টিম। সেখানে প্রায় এক ঘণ্টা অবস্থান করে বিভিন্ন নথিপত্র জব্দ করেছে দুদক টিম।
আরও পড়ুন: ১০ দিনের মধ্যে সব ভবনের মালিককে কাগজপত্র দিতে হবে: মেয়র আতিকুল
এসময় ওয়াসার চেয়ারম্যান এ কে এম ফজলুল্লাহ ও প্রধান প্রকৌশলী মাকুসদ আলমের সঙ্গে দেখা করেন তারা।
বিষয়টি নিশ্চিত করে দুদকের উপপরিচালক ফখরুল ইসলাম বলেন, ‘অনেক আগে থেকে চট্টগ্রাম ওয়াসার বিরুদ্ধে বিভিন্ন প্রকল্পে দুর্নীতির অভিযোগ এসেছিল। তাছাড়া সদ্য ওয়াসার পাম্প অপারেটর নিয়োগ বিষয়ে অভিযোগ আছে। এসব বিষয়ে বুধবার প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করেছি। সবকিছু যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করব।’
এছাড়া নথিপত্রে কোনো অনিয়ম পাওয়া গেছে কি না- এমন প্রশ্নে তদন্তাধীন বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
চট্টগ্রাম ওয়াসার প্রধান প্রকৌশলী মাকসুদ আলম বলেন, ‘চট্টগ্রাম ওয়াসায় ঠিকাদার ও পরামর্শক নিয়োগ কীভাবে হয় এসব বিষয়ে খবর নেওয়ার জন্য দুদকের একটি টিম এসেছিল। জরুরি কাগজপত্র সংগ্রহ করার পর এমডি স্যারের সঙ্গে কথা বলে তারা চলে যান।’
আরও পড়ুন: রেললাইন কাটা, গাড়িতে আগুন দিয়ে মানুষ পোড়ানো- এ কোন রাজনীতি: তথ্যমন্ত্রী
বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী স্পেনের ব্যবসায়ীরা: বিদায়ী রাষ্ট্রদূত
১ বছর আগে