জাতীয় পার্টির প্রার্থী
রাজশাহীতে জাতীয় পার্টির প্রার্থীর বাড়িতে পেট্রোলবোমা হামলা
রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের জাতীয় পার্টির মনোনিত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক আবুল হোসেনের বাড়িতে পেট্রোলবোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।
বুধবার রাত ১১টার দিকে দুর্বৃত্তরা এ হামলা চালায়। তবে এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।
পুঠিয়া থানার ওসি সাইদুর রহমান বলেন, পুঠিয়া উপজেলার সাহাবাজপুর গ্রামে আবুল হোসেনের বাড়ি। রাত ১১টার দিকে মোটরসাইকেলে গিয়ে দুই যুবক বাড়িতে পেট্রোলবোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। বোমাটি বাড়ির গেটে পড়ে আগুন ধরে যায়। এ সময় বাড়ির লোকজন এসে আগুন নিভিয়ে ফেলে। গেটে একটি মোটরসাইকেল রাখা ছিল।
আরও পড়ুন: পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় ২২ পুলিশ সদস্য নিহত, আহত ৩২
ওসি আরও বলেন, পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। সেখান থেকে পেট্রোলবোমার আলামত সংগ্রহ করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার সময় প্রার্থী আবুল হোসেন বাড়িতে ছিলেন না।
অধ্যাপক আবুল হোসেন বলেন, নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য ভয় দেখাতে হয়তো এই হামলা চালানো হয়েছে। এতে আমি ভয় পাই না। জনগনকে সঙ্গে নিয়ে ভোটের মাঠে থাকব ইনশাল্লাহ।
তিনি বলেন, ঘটনার সময় আমি রাজশাহী শহরের বাসায় ছিলাম।
আরও পড়ুন: বগুড়া-৪ আসনে স্বতন্ত্র প্রার্থীর গাড়িতে হামলা, আহত ৪
১ বছর আগে