১৮ ডিসেম্বর
১৮ ডিসেম্বর থেকে রাজনৈতিক সমাবেশ নিষিদ্ধ করল স্বরাষ্ট্র মন্ত্রণালয়
নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী ১৮ ডিসেম্বর থেকে নির্বাচনী প্রচার ছাড়া কোনো ধরনের সমাবেশ না করার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়, 'যেহেতু প্রার্থীরা ১৮ ডিসেম্বর থেকে নির্বাচনী প্রচার শুরু করবেন, তাই নির্বাচনী পরিবেশ বিঘ্নিত হতে পারে বা ভোটারদের ভোট দানে নিরুৎসাহিত করতে পারে এমন সভা-সমাবেশ বা কোনো ধরনের রাজনৈতিক কর্মসূচি পালন করা থেকে বিরত থাকার জন্য মন্ত্রণালয় সবাইকে নির্দেশ দিয়েছে।’
আরও পড়ুন: নির্বাচনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে: আইজিপি
এর আগে মঙ্গলবার (১২ ডিসেম্বর) ইসির উপসচিব আতিয়ার রহমান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবের কাছে এ সংক্রান্ত একটি চিঠি পাঠিয়েছেন।
এছাড়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন সংক্রান্ত যেকোনো সহায়তার জন্য জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করার অনুরোধ জানানো হয়েছে।
জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে প্রাপ্ত নির্বাচন সংক্রান্ত যেকোনো তথ্য, অভিযোগ সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাকে জানানো হবে এবং ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয় প্রজ্ঞাপনে।
আরও পড়ুন: চিকিৎসার জন্য বিদেশ যেতে নির্দেশনা চেয়ে মেজর হাফিজের রিট
১ বছর আগে