সতন্ত্র প্রার্থী
সতন্ত্র প্রার্থীর পক্ষে ভোট কেনার টাকা বিতরনের সময় আটক ১
দিনাজপুরের ৬ আসনের (নবাবগঞ্জ, বিরামপুর, ঘোড়াঘাট হাকিমপুর) হাকিমপুরের বৈগ্রামে ভোট কেনার জন্য টাকা বিতরনের সময় এক ব্যক্তিকে আটক করেছে স্থানীয়রা।
পরে তাকে হাকিমপুর থানা পুলিশে তুলে দিয়েছে তারা। তার কাছে ১৮ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন: কুমিল্লায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত আটক
আটক মোস্তফা হোসেন (৪০) হাকিমপুরের ২নং বোয়ালদাড় ইউনিয়নের বোয়ালদাড় গ্রামের মৃত শমসের আলীর ছেলে।
স্থানীয়রা জানান, আটক মোস্তফা হোসেন সতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের ওই আসনের সাবেক এমপি আজিজুল হক চৌধুরীর পক্ষে সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে বৈগ্রামে ভোটারদের কাছে ভোট কিনতে টাকা বিতরন করছিল।
আরও পড়ুন: ভোটারদের টাকা বিতরণকালে জাপার ২ নেতা-কর্মী আটক
পরে তাকে টাকাসহ হাকিমপুর থানা পুলিশে তুলে দিয়েছেন তারা।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন জানিয়েছেন, মোস্তফা হোসেনের বিরুদ্ধে আনিত অভিযোগ যাছাই বাছাই করে পরবর্তীতে ব্যবস্থা নেবেন তারা। আপাতত তার বিরুদ্ধে কোন মামলা দ্বায়ের করা হয়নি।
আরও পড়ুন: চট্টগ্রামে ম্যাজিস্ট্রেটকে ঘুষ দেওয়ার চেষ্টা, স্বতন্ত্র প্রার্থীর সমর্থক আটক
১১ মাস আগে
রাঙ্গামাটি আসনে প্রার্থিতা প্রত্যাহার করেছেন সতন্ত্র প্রার্থী ঊষাতন তালুকদার
আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে রাঙ্গামাটি আসনে (আসন নং-২৯৯) প্রার্থিতা প্রত্যাহার করেছেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) কেন্দ্রীয় সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য ঊষাতন তালুকদার।
শুক্রবার (১৫ ডিসেম্বর) সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ মোশারফ হোসেন খানের কাছে লিখিতভাবে তিনি সতন্ত্র প্রার্থী হিসেবে দাখির করা তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।
এ সময় রাঙ্গামাটি জেএসএস সভাপতি গঙ্গা মানিক চাকমাসহ সংগঠনটির অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: আ. লীগ প্রার্থী শাম্মী আহমেদের প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে আপিল খারিজ
ঊষাতন তালুকদার সাংবাদিকদের বলেন, ‘দেশের সার্বিক চলমান পরিস্থিতি এবং পার্বত্য এলাকায় আমাদের বাস্তব অবস্থা ও সার্বিক দিক বিবেচনা করে সংগঠনের সিদ্ধান্তক্রমে আমি আমার প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছি।’
উক্ত আসনে ৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন এবং সকলে বৈধ বলে বিবেচিত হয়। তার প্রার্থিতা প্রত্যাহারে রাঙ্গামাটির নির্বাচনে জনপ্রিয়তার দিকে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর জয়ের সম্ভাবনা বেড়ে যাবে বলে মনে করছেন এলাকার ভোটাররা।
রাঙ্গামাটি আসনে অন্যান্য প্রার্থীরা হলেন- আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য দীপংকর তালুকদার, জাতীয় পার্টির হারুনুর রশীদ মাতব্বর, তৃণমূল বিএনপির মো. মিজানুর রহমান ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের অমর কুমার দে।
আরও পড়ুন: মাহি বি, হিরো আলমসহ ৫৬ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন
ফরিদপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী আজাদের প্রার্থিতা বাতিলের দাবি
১ বছর আগে