২টি আসন
মাগুরার ২টি আসনে প্রতীক পেলেন ১০ প্রার্থী
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরার দুইটি আসনে ১০জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ করা হয়েছে।
সোমবার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে প্রার্থীদের উপস্থিতিতে প্রতীক বরাদ্দ করেন জেলা প্রশাসক ও জেলা রির্টানিং অফিসার মোহাম্মদ আবু নাসের বেগ।
১০ জন প্রার্থীর মধ্যে প্রতিক বরাদ্দের কাগজ হস্তান্তর করা হয়।
আরও পড়ুন: মাগুরায় ঘর দেওয়ার নামে টাকা আত্মসাৎ: আটক ১
মাগুরা জেলা প্রশাসক ও জেলা রির্টানিং অফিসার মোহম্মদ আবু নাসের বেগ সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রতিক বরাদ্ধ করেন।
এসময় জেলা প্রশাসন ও পুলিশ বিভাগের কর্মকর্তাসহ মাগুরা-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাকিব আল হাসান, মাগুরা-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ড. বীরেন শিকদারসহ অন্য প্রাথী ও তাদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মাগুরায় জাতীয় সংসদের দুটি নির্বাচনী আসনে পাঁচজন করে ১০ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
মাগুরা-১ আসনে চূড়ান্ত প্রার্থীরা হচ্ছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকে ক্রিকেটার সাকিব আল হাসান, জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে সিরাজুস সায়েফিন সাইফ, বাংলাদেশ কংগ্রেসের ডাব প্রতীকে কাজী রেজাউল হোসেন, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) টেলিভিশন প্রতীকে কে এম মোতাসিম বিল্লাহ, তৃণমূল বিএনপির সোনালী আশ প্রতীকে সঞ্জয় রায় রনি নির্বাচনে প্রতিযোগিতা করছেন।
মাগুরা-২ আসনে চুড়ান্ত প্রার্থীরা হচ্ছেন- আওয়ামী লীগের নৌকা প্রতীকে ড. বীরেন শিকদার, জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে মুরাদ হোসেন, বাংলাদেশ কংগ্রেসের ডাব প্রতীকে কাজী রেজাউল হোসেন, তৃণমূল বিএনপির সোনালী আঁশ প্রতীকে আখিদুল ইসলাম, বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) একতারা প্রতীকে মোহাম্মদ আছাদুজ্জামান নির্বাচনে প্রতিযোগিতা করছেন।
আরও পড়ুন: মাগুরায় গরু চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা
মাগুরায় আ. লীগের দু’পক্ষের সংঘর্ষ, আহত ২
১ বছর আগে