বিসিসিসিআই
বিসিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিসিসিসিআই) ১৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) চেম্বার কার্যালয়ে শারীরিক উপস্থিতি ও অনলাইনে অংশগ্রহণের মধ্য দিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন চেম্বাররের ভাইস প্রেসিডেন্ট আজিজুল আকিল ডেভিড।
আরও পড়ুন: অপু বিশ্বাসের ভুল স্বীকার
বিসিসিসিআইয়ের সেক্রেটারি জেনারেল আল মামুন মৃধা তার বক্তব্যে বাংলাদেশ ও চীনের দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্কের উন্নয়নে চেম্বারের নিরলস ভূমিকার কথা পূনর্ব্যক্ত করেন।
২০২২ কর্মবর্ষে চেম্বারের বিভিন্ন বাস্তবায়িত কর্মসূচির কথা উল্লেখ করে তিনি বলেন, এই চেম্বার দুই দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক বিকাশে, বিশেষ করে বাংলাদেশে চীনা বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে সমন্বিতভাবে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।
আরও পড়ুন: ঢাকা চেম্বারের সভাপতি নির্বাচিত হলেন আশরাফ আহমেদ
সভার সভাপতি আজিজুল আকিল ডেভিড চেম্বারের অভীষ্ট লক্ষ্যসমূহ উল্লেখ করে বলেন, এই চেম্বার দুই দেশের দ্বিপাক্ষিক অর্থনৈতিক উন্নয়নে উদ্যোক্তা ও বিনিয়োগকারিদের মধ্যে সেতুবন্ধন হিসেবে যে ভূমিকা পালন করছে, বর্তমান নির্বাহী কমিটির নেতৃত্বে আগামী দিনগুলোতে তা আরও বেগবান ও বহমুখী করে তোলার প্রচেষ্টা অব্যাহত থাকবে।
আরও পড়ুন: বিদেশে কর্মী না পাঠালে দরিদ্রের হার ১০% বাড়ত: প্রবাসীকল্যাণ সচিব
১ বছর আগে