নির্বাচনী প্রচার
নির্বাচনী প্রচারের অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষককে শোকজ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৬ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী কর্মসূচি পরিচালনা করার অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষককে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে নির্বাচনী অনুসন্ধান কমিটি।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সিরাজগঞ্জ-৬ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির কর্মকর্তা এবং যুগ্ম জেলা ও দায়রা জজ মো. মামুন-অর-রশিদ এ নোটিশ দেন।
নোটিশপ্রাপ্ত শিক্ষকরা হলেন-রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক বিজন কুমার, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফখরুল ইসলাম ও অর্থনীতি বিভাগের প্রভাষক সৈয়দ আশরাফ।
সিরাজগঞ্জ জেলা যুগ্ম ও দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী মো. জুয়েল রানা এ তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: সিরাজগঞ্জ-৪: আ. লীগ প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ
তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা- ২০০৮ এর ১৪ নম্বর বিধিসহ অন্য আইন লঙ্ঘন করে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে ওই তিন শিক্ষক গত ৩ জানুয়ারি নৌকা প্রতীকের প্রার্থী চয়ন ইসলামের পক্ষে নির্বাচনী প্রচার চালিয়েছেন।
সিরাজগঞ্জের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক নির্বাচনী অনুসন্ধান কমিটির কর্মকর্তার কাছে নির্বাচনী প্রচারের ভিডিও ফুটেজ সরবরাহ করেছেন বলে জানান তিনি।
এমতাবস্থায় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ওই ৩ শিক্ষকের বিরুদ্ধে কেন আইনানুগ ব্যবস্থার জন্য নির্বাচন কমিশনে সুপারিশ করা হবে না তা আগামী শুক্রবার বিকাল ৩টায় আদালতে হাজির হয়ে লিখিত ব্যাখা দিতে বলা হয়েছে।
আরও পড়ুন: ৭ জানুয়ারি নির্বাচন: কারণ দর্শানোর নোটিশের সংখ্যা প্রায় ৫০০
১১ মাস আগে
নির্বাচনী প্রচারে তামাকপণ্য ব্যবহার বন্ধের আহ্বান ১৫ সংগঠনের
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারে সিগারেট, বিড়ি, গুল, জর্দাসহ সব তামাকজাত দ্রব্য বিতরণ ও ব্যবহার না করার অনুরোধ জানিয়ে বিবৃতি দিয়েছে ১৫টি তামাকবিরোধী সংগঠন।
বিবৃতিতে জানানো হয়, অতীতে প্রার্থী ও কর্মীদের পক্ষ থেকে প্রচারসহ সাধারণ ভোটারদের মনোযোগ আকর্ষণে বিড়ি-সিগারেটসহ অন্যান্য তামাকজাত দ্রব্য বিতরণ, ব্যবহার লক্ষ্য করা গেছে।
চলমান নির্বাচনী প্রচারেও তামাকপণ্যের ব্যবহার পরিলক্ষিত হলে তা জনস্বাস্থ্যের ক্ষতির পাশাপাশি তরুণদের মধ্যে তামাকপণ্য সম্পর্কে ইতিবাচক মনোভাব তৈরি করবে।
বাংলাদেশে তামাকের ব্যবহার অত্যন্ত উদ্বেগজনক। তামাক ব্যবহারের কারণে বছরে ১ লক্ষ ৬১ হাজার মানুষের মৃত্যু হয়। তামাক সেবনের ফলে হৃদরোগ ও স্ট্রোক হওয়ার ঝুঁকি কয়েক গুণ বেড়ে যায় এবং মুখ গহ্বর, ফুসফুস, খাদ্যনালীসহ প্রায় ২০ ধরনের ক্যানসার হয়। বাংলাদেশ বিশ্ব স্বাস্থ্য সংস্থার ফ্রেমওয়ার্ক কনভেনশন অন টোব্যাকো কন্ট্রোলের (এফসিটিসি) প্রথম স্বাক্ষরকারী দেশ। সংবিধানের ১৮(১) অনুচ্ছেদে জনস্বাস্থ্যের উন্নয়ন ও সুরক্ষা এবং ৩২ অনুচ্ছেদে মানুষের জীবনের অধিকার রক্ষণ করা হয়েছে। এছাড়া তামাকের ভয়াবহতা উপলব্ধি করে প্রধানমন্ত্রী আগামী ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ থেকে তামাকের ব্যবহার সম্পূর্ণ নির্মূল করার ঘোষণা দেন।
এ লক্ষ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে আইন সংশোধনের প্রক্রিয়া চলমান।
সার্বিক বিবেচনায় তামাকের নেতিবাচক প্রভাব থেকে জনসাধারণের সুরক্ষায় চলমান দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনী প্রচারণায় তামাকজাত দ্রব্য বিতরণ, ব্যবহার না করার বিষয় সব প্রার্থীর রাজনৈতিক অঙ্গীকার হিসেবে যুক্ত করা হলে তা জনস্বাস্থ্য উন্নয়নে একটি যুগান্তকারী সাফল্য হিসেবে বিবেচিত হবে।
এটি তামাকমুক্ত বাংলাদেশ অর্জনেও কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করে বিবৃতিতে জানিয়েছে তামাকবিরোধী সংগঠনসমূহ।
বিবৃতি প্রদানকারী সংগঠনগুলো হচ্ছে প্রজ্ঞা, ডব্লিউবিবি ট্রাস্ট, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, এইড ফাউন্ডেশন, ঢাকা আহছানিয়া মিশন, ডরপ, ডাস, মানস, উন্নয়ন সমন্বয়, বিইআর, গ্রাম বাংলা উন্নয়ন কমিটি, টিসিআরসি, বিসিসিপি, নারী মৈত্রী এবং স্বাস্থ সুরক্ষা ফাউন্ডেশন।
১১ মাস আগে
নির্বাচনী প্রচারে ব্যস্ত সময় পার করছেন সাকিব
নির্বাচনী প্রচার নিয়ে ব্যস্ত সময় পার করছেন সাকিব আল হাসান।
আসন্ন নির্বাচনে মাগুরা-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এই তারকা ক্রিকেটার তার নির্বাচনী এলাকার উন্নয়নে সবার সর্বাত্মক সহযোগিতা কামনা করেছেন।
সদর উপজেলার আঠারোকান্দা, রাঘবদাইর, মোঘি ইউনিয়নসহ নির্বাচনী এলাকার গ্রাম,ইউনিয়ন ও এলাকা ঘুরে তাকে স্থানীয় ভোটারদের কাছে ভোট চাইতে দেখা গেছে।
আরও পড়ুন: নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: জবাবে যা বললেন সাকিব
এদিন সাকিবকে দেখতে প্রচুর মানুষ জড়ো হন এবং কেউ কেউ আবার সাকিবকে ফুল দিয়েও শুভেচ্ছা জানান।
তিনি ৭ জানুয়ারি ভোটকেন্দ্রে গিয়ে জনগণকে তাদের ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।
মাগুরার রিটার্নিং কর্মকর্তা আবু নাসের বেগ জানান, মাগুরা-১ (মাগুরা-শ্রীপুর) আসনে ২ লাখ ৭০৭ জন পুরুষ এবং ১ লাখ ৯৮ হাজার ৯০৭ জন নারীসহ মোট তিন লাখ ৯৯ হাজার ৬১৫ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
তিনি বলেন, নির্বাচন কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
গত ৩০ নভেম্বর মাগুরা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আবু নাসের বেগের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন সাকিব।
সাকিব প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
আরও পড়ুন: মনোনয়নপত্র জমা দিয়েছেন সাকিব আল হাসান
১১ মাস আগে
বুধবার সিলেট থেকে নির্বাচনী প্রচার শুরু করবেন প্রধানমন্ত্রী
সিলেটের শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারতের মধ্য দিয়ে দলের নির্বাচনী প্রচার শুরু করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার(২০ ডিসেম্বর) সকালে হযরত শাহজালালের মাজার জিয়ারত করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর হযরত শাহপরানের মাজার জিয়ারত করবেন তিনি। আওয়ামী লীগ ও প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে এই তথ্য জানা গেছে।
ওই দিন বিকালে সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রচার শুরু করতে জনসভা করবেন তিনি। আগামী ৭ জানুয়ারি ভোট গ্রহণ করা হবে।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানকসহ কেন্দ্রীয় নেতারা মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুরে সমাবেশস্থল পরিদর্শন করেছেন। এ সময় সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীসহ জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতারাও উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: পিরোজপুরে স্বতন্ত্র প্রার্থীর ভাতিজার উপর প্রতিপক্ষের হামলা, আহত ৩
এর আগে সমাবেশ সফল করতে গত ১৩ ডিসেম্বর সিলেট নগরীর কনভেনশন হলে প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ প্রায় এক ডজন কেন্দ্রীয় নেতার উপস্থিতিতে বিভাগীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়। সভায় সিলেট বিভাগের চার জেলার আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।
সভায় আওয়ামী লীগের ১৯টি আসনের সব প্রার্থীকে দলীয় নৌকা প্রতীক নিয়ে অন্তত ১০ হাজার মানুষকে সমাবেশে নিয়ে আসার নির্দেশ দেওয়া হয়।
এদিকে সিলেটে প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে আওয়ামী লীগের নেতা-কর্মীরা উচ্ছ্বসিত হয়ে উঠেছেন। নগরীর বিভিন্ন স্থানে চলছে সভা-সমাবেশ ও প্রচার।
সিলেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর ও জনসভা প্রসঙ্গে মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদ বলেন, শেখ হাসিনা প্রতিবারই পবিত্র ভূমি সিলেট থেকে নির্বাচনী প্রচার শুরু করেন। এবারও তার ব্যতিক্রম নয়।
আরও পড়ুন: বিএনপিকে এ ধরনের কোনো প্রস্তাব দেওয়া হয়নি: কৃষিমন্ত্রীর মন্তব্য প্রসঙ্গে কাদের
১ বছর আগে