স্লিপার
ফেনীতে রেললাইনের ১২টি স্লিপারের রিং খুলে নাশকতার চেষ্টা
ফেনীর ফাজিলপুর রেলস্টেশন এলাকায় সোমবার (২৫ ডিসেম্বর) দুপুর ১২টায় ঢাকা-চট্টগ্রাম রেললাইনের স্লিপারের রিং স্পাইক (ক্লিপ) খুলে নেওয়ার সময় দুর্বৃত্তদের ধাওয়া করেছেন আনসার সদস্যরা। এ সময় তারা খুলে নেওয়া ১২টি ক্লিপ রেখে পালিয়ে যায়।
এর আগে শনিবার ফেনীর ২৮ কিলোমিটার রেললাইনে ১৩০ জন সদস্য মোতায়েন করা হয়।
ফেনী জেলা আনসার সূত্রে জানা যায়, দুর্বৃত্তরা ফাজিলপুর রেল স্টেশন এলাকায় রেললাইনের স্লিপারের ক্লিপ খুলে ফেলার সময় টহলে থাকা কয়েকজন আনসার সদস্যের নজরে পড়ে। তারা ধাওয়া করলে ১২টি ক্লিপ ফেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
ফেনী জেলা আনসার কমান্ড্যান্ট জানে আলম সুফিয়ান এ তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এখানে টহল সদস্য বাড়ানোর নির্দেশনা দিয়েছি।
ফেনী ফাজিলপুর রেলস্টেশন মাস্টার মেহেদী হাসান জানান, খবর পেয়ে রেলের লোকজন গিয়ে মেরামত করেছে। শিডিউলের ট্রেন চলাচলে অসুবিধা হয়নি। তবুও বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, নিরাপত্তার দায়িত্বে আনসার সদস্যদের পাশাপাশি ফেনীর রেলপথ সংলগ্ন এলাকায় পুলিশের টহল জোরদার করা হয়েছে। এছাড়া রেল পুলিশের কয়েকটি টিম ফেনীর ২৮ কিলোমিটার রেলপথ ও রেল স্টেশনে সর্তক পাহারায় রয়েছে। এর মধ্যে ফেনী স্টেশন, শর্শদী, ধুমঘাট, ফাজিলপুর, কালিদহসহ রেললাইনের চারটি, ছাগলনাইয়া উপজেলায় ১১টি, ফেনীর অংশে স্থানে স্থানে ব্যাটেলিয়ান ও আনসার ভিডিপির সদস্যরা দায়িত্ব পালন করছেন।
ফেনী রেলস্টেশন মাস্টার মো. হারুন জানান, ঘটনাটি জিআরপিসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে গত ২৯ অক্টোবর থেকে দফায় দফায় হরতাল-অবরোধ কর্মসূচি চলাকালে দেশের বিভিন্ন জায়গায় রেললাইনে নাশকতা ও ট্রেনে আগুনে দেওয়ায় হতাহতের ঘটনা ঘটেছে।
আরও পড়ুন: ট্রেনে অগ্নিসংযোগে মা-শিশুসহ ৪ জনের প্রাণহানির ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চায় জাতিসংঘ
হবিগঞ্জে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত
ময়মনসিংহে ট্রাকে ট্রেনের ধাক্কায় নিহত ৪
১১ মাস আগে
দিনাজপুরে রেললাইনে স্লিপার রেখে নাশকতাচেষ্টার অভিযোগ, বিএনপি নেতা গ্রেপ্তার
দিনাজপুরের বিরামপুরে রেললাইনে স্লিপার রেখে আগুন দেওয়ার ঘটনায় মঙ্গলবার (২০ ডিসেম্বর) রাত ৯টায় এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এঘটনায় মামলা করেছে জিআরপি পুলিশ।
জানা গেছে, বিরামপুরের পৌর শহরের মধ্যে ২ নম্বর লিচু বাগান এলাকায় রেললাইনের উপর স্লিপার রেখে শুকনো কচুরিপনা দিয়ে ঢেকে তাতে আগুন দিয়েছিল দুর্বৃত্তরা।
আরও পড়ুন: বিএনপি নেতা সোহেল-নীরব-মজনুসহ ১৯ জনের কারাদণ্ড
আগুন দেখতে পায় রেললাইন পারাদার আনসার দলের টহল সদস্যরা। পাবর্তীপুর থেকে ছেড়ে যাওয়া সীমান্ত এক্সপ্রেস ট্রেনকে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই নিরাপদ দূরত্বে থামাতে সক্ষম হয়েছিল তারা।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার জানান, রেললাইনে আগুন দেওয়াসহ রেল লাইনের স্লিপার রাখার ঘটনায় পাবর্তীপুরের রেলওয়ে পুলিশ বাদী হয়ে আটজনের নামসহ অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেছে।
আরও পড়ুন: রাজশাহীতে স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে মারধরের অভিযোগ, আ’লীগের ৩ নেতা গ্রেপ্তার
তিনি বলেন, অভিযুক্তদের মধ্যে এক নম্বর আসামি বিরামপুরের স্থানীয় কমিটির বিএনপির যুগ্ম সম্পাদক হায়দার আলীকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে রেলওয়ে থানা পুলিশে তুলে দেওয়া হয়েছে। অভিযুক্ত অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।
এদিকে, পাবর্তীপুর রেলওয়ে থানার ইনচার্জ এ.টি.এম নুরুল ইসলাম জানান, রেলপথে নাশকতা চালিয়ে জানমালের ক্ষয়ক্ষতির চেষ্টা চালিয়েছিল রাজনৈতিক দুর্বৃত্তরা। তবে রেলপথ টহল নজরদারিতে থাকায় রক্ষা পেয়েছে সম্পদ জানমাল।
আরও পড়ুন: চট্টগ্রামে আচরণবিধিসহ নানা অপরাধে বিচারিক দায়িত্বে ২৩ ম্যাজিস্ট্রেট
১ বছর আগে
দিনাজপুরে রেললাইনে স্লিপার রেখে আগুন, এড়ানো গেছে সম্ভাব্য দুর্ঘটনা
দিনাজপুরের বিরামপুরে রেললাইনে স্লিপার রেখে আগুন দেয় দুর্বৃত্তরা।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাত ৯টার দিকে ওই ঘটনা টের পেয়ে আগুন নেভানোসহ স্লিপার অপসারণ করেছেন সংশ্লিষ্টরা। এতে এড়ানো গেছে সম্ভাব্য দুর্ঘটনাসহ জানমালের ক্ষয়ক্ষতি।
বিরামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মিয়া রঞ্জন বলেন, বিরামপুরের পৌর শহরের মধ্যে ২ নম্বর লিচু বাগান এলাকায় রেললাইনের উপর স্লিপার রেখে কচুরিপানা দিয়ে ঢেকে তাতে আগুন দেয় দুর্বৃত্তরা। রাত ৮ থেকে ৯ টার মধ্যে ওই ঘটনা ঘটানো হয়েছে।
বিরামপুর থানা জানিয়েছে, আগুন দেখে আনসার সদস্যরা সীমান্ত এক্সপ্রেস ট্রেনকে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই নিরাপদ দূরত্বে থামাতে সক্ষম হন। ক্ষয়ক্ষতির কোনো ঘটনা ঘটেনি, ব্যাহত হয়নি ট্রেন চলাচল।
জড়িতদের চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
আরও পড়ুন: কুড়িগ্রাম-রংপুর রেললাইন থেকে বোল্ট চুরি
বিএনপির হরতাল-অবরোধে রেলে আক্রমণ বেড়েছে: রেলমন্ত্রী
১ বছর আগে