দিনাজপুরের বিরামপুরে রেললাইনে স্লিপার রেখে আগুন দেওয়ার ঘটনায় মঙ্গলবার (২০ ডিসেম্বর) রাত ৯টায় এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এঘটনায় মামলা করেছে জিআরপি পুলিশ।
জানা গেছে, বিরামপুরের পৌর শহরের মধ্যে ২ নম্বর লিচু বাগান এলাকায় রেললাইনের উপর স্লিপার রেখে শুকনো কচুরিপনা দিয়ে ঢেকে তাতে আগুন দিয়েছিল দুর্বৃত্তরা।
আরও পড়ুন: বিএনপি নেতা সোহেল-নীরব-মজনুসহ ১৯ জনের কারাদণ্ড
আগুন দেখতে পায় রেললাইন পারাদার আনসার দলের টহল সদস্যরা। পাবর্তীপুর থেকে ছেড়ে যাওয়া সীমান্ত এক্সপ্রেস ট্রেনকে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই নিরাপদ দূরত্বে থামাতে সক্ষম হয়েছিল তারা।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার জানান, রেললাইনে আগুন দেওয়াসহ রেল লাইনের স্লিপার রাখার ঘটনায় পাবর্তীপুরের রেলওয়ে পুলিশ বাদী হয়ে আটজনের নামসহ অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেছে।
আরও পড়ুন: রাজশাহীতে স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে মারধরের অভিযোগ, আ’লীগের ৩ নেতা গ্রেপ্তার
তিনি বলেন, অভিযুক্তদের মধ্যে এক নম্বর আসামি বিরামপুরের স্থানীয় কমিটির বিএনপির যুগ্ম সম্পাদক হায়দার আলীকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে রেলওয়ে থানা পুলিশে তুলে দেওয়া হয়েছে। অভিযুক্ত অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।
এদিকে, পাবর্তীপুর রেলওয়ে থানার ইনচার্জ এ.টি.এম নুরুল ইসলাম জানান, রেলপথে নাশকতা চালিয়ে জানমালের ক্ষয়ক্ষতির চেষ্টা চালিয়েছিল রাজনৈতিক দুর্বৃত্তরা। তবে রেলপথ টহল নজরদারিতে থাকায় রক্ষা পেয়েছে সম্পদ জানমাল।
আরও পড়ুন: চট্টগ্রামে আচরণবিধিসহ নানা অপরাধে বিচারিক দায়িত্বে ২৩ ম্যাজিস্ট্রেট