বিআইসিএম
বিআইসিএম রিসার্চ সেমিনার-২৯ অনুষ্ঠিত
বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেটের (বিআইসিএম) ইন্সটিটিউটের মাল্টিপারপাস হলে বুধবার (২০ ডিসেম্বর) রিসার্চ সেমিনার-২৯ অনুষ্ঠিত হয়েছে।
সেমিনারে ‘ইনভেস্টিগেটিং দ্য সিগনিফিকেন্স অব এসএমই লোনস অন দ্য সিএমএসএমই অন্ট্রাপ্রেনারস সোশিও-ইকোনোমিক ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ’-শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিআইসিএমের প্রভাষক গৌরব রায়।
ইন্সটিটিউটের নির্বাহী প্রেসিডেন্ট অধ্যাপক ড. মাহমুদা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন টালি পে’র ব্যবস্থাপনা পরিচালক ড. শাহাদাত খান, এসএমই ফাউন্ডেশনের মহাব্যবস্থাপক মো. নাজিম হোসাইন সাত্তার এবং বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের পরিচালক মোহাম্মাদ আশিকুর রহমান।
বিআইসিএমের নির্বাহী প্রেসিডেন্ট ড. মাহমুদা আক্তার, প্রভাষক গৌরব রায় (গবেষণা কর্মের মূল লেখক) এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী অনিন্দ্রা ঘোষ যৌথভাবে গবেষণাটি করেন।
আরও পড়ুন: ইআরডিএফবি আয়োজিত ‘উন্নয়ন ও গণতন্ত্র’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
তাদের ৪৬৭টি সিএমএসএমই প্রতিষ্ঠানের উপর করা যৌথ গবেষণায় দেখা যায়, বাংলাদেশের এসএমই সেক্টরে দেওয়া ঋণ কটেজ, মাইক্রো, স্মল, মিডিয়াম ও লার্জ এন্টারপ্রাইজের উদ্যোক্তাদের আর্থসামাজিক উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখে।
গবেষণায় আরও দেখা যায়, এসএমই ঋণের কারণে কটেজ, মাইক্রো ও স্মল এন্টারপ্রাইজের উদ্যোক্তারা মিডিয়াম ও লার্জ এন্টারপ্রাইজের উদ্যোক্তাদের তুলনায় বেশি আর্থসামাজিক উন্নয়নে অবদান রেখেছেন ও অধিকতর উপকৃত হয়েছেন।
সভাপতির বক্তব্যে ইন্সটিটিউটের নির্বাহী প্রেসিডেন্ট বিজয়ের মাসে সব শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলেন, বিআইসিএমের রিসার্চ সেমিনার সমূহের মূল লক্ষ্য থাকে গবেষক ও ইন্ডাস্ট্রি এক্সপার্টদের যোগসূত্র তৈরি করা।
তাই এই সেমিনার থেকে আলোচকবৃন্দের পরামর্শ নিয়ে নতুন গবেষণা করার ব্যাপারে উদ্বুদ্ধ করেন তিনি।
রিসার্চ সেমিনারটি সঞ্চালনা করেন বিআইসিএমের প্রভাষক কালবীন ছালিমা।
এ সময় বিআইসিএমের পরিচালক (প্রশাসন ও অর্থ) নাজমুছ সালেহীনসহ সব অনুষদ সদস্যরা, সংশ্লিষ্ট কর্মকর্তা এবং অন্যান্য আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: জেলহত্যা দিবস উপলক্ষে বঙ্গবন্ধু পরিষদের সেমিনার
জলবায়ু অভিযোজন নিয়ে গণমাধ্যমের ভূমিকা সম্পর্কে গণমাধ্যম ইনস্টিটিউটে সেমিনার
১১ মাস আগে