ওয়াচ টাওয়ার
চট্টগ্রাম বন্দরে ওয়াচ টাওয়ার ভেঙে পড়ে আনসার সদস্য আহত
চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা পর্যবেক্ষণ (ওয়াচ টাওয়ার) ধসে পড়ে এক আনসার সদস্য গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) ১২টার দিকে বন্দরের ৫ নম্বর গেটে শিল্প প্রতিষ্ঠান কেডিএস গ্রুপের একটি ট্রেইলারের ধাক্কায় ওয়াচটাওয়ারটি ভেঙ্গে পড়ে বলে বন্দর কর্তৃপক্ষ জানায়।
আহত আনসার সদস্যের নাম মো. রাজিব। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়েছে।
চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুক বলেন, দুপুরে এনসিটি গেট এলাকায় একটি ওয়াচ টাওয়ার ভেঙে পড়ে। সেখানে থাকা এক নিরাপত্তাকর্মী আহত হয়েছেন।
তিনি বলেন, ‘কেডিএসের একটি ট্রেইলার পেছানোর সময় ওয়াচটাওয়ারে ধাক্কা লাগে। এতে টাওয়ারটি ধসে পড়লে আনসার সদস্য ধ্বংসস্তুপের নিচে চাপা পড়েন। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চমেক হাসপাতালে নেওয়া হয়েছে। প্রয়োজনে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হবে।’
আরও পড়ুন: হিলি চেকপোস্টে আনসার সদস্যকে লাথি মারার অভিযোগ
নাটোরে আনসার সদস্যের লাশ উদ্ধার, ভাবি আটক
১ বছর আগে