পটুয়াখালীর বাউফল উপজেলা
পটুয়াখালীতে দুই চাচাতো ভাই নিহত
পটুয়াখালীর বাউফল উপজেলার আতোশখালী গ্রামে মঙ্গলবার রাতে দুই চাচাতো ভাই নিহত হয়েছেন।
নিহতরা হলেন- উপজেলার খোরশেদ মুন্সীর ছেলে সেলিম মুন্সী (৪০) ও আমির হোসেন মুন্সীর ছেলে আলাউদ্দিন মুন্সী (৫০)।
স্থানীয়রা জানান, সেলিম ও আলাউদ্দিনের মধ্যে দীর্ঘদিন ধরে জমির মালিকানা নিয়ে বিরোধ চলে আসছিল।
আরও পড়ুন: ঘূর্ণিঝড় মিধিলি: পটুয়াখালীতে ঘরবাড়ি ও আমনের ক্ষতি
মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে একদল দুর্বৃত্ত সেলিমকে বাড়ি ফেরার পথে বাধা দিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে হত্যা করে। এদিকে গত রাতে আলাউদ্দিনকে নিজ বাসায় মৃত অবস্থায় পাওয়া যায়।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শোনিত কুমার গায়েন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
তিনি আরও বলেন, আলাউদ্দিনের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি এবং কীভাবে তার মৃত্যু হয়েছে তাও স্পষ্ট নয়। আলাউদ্দিনের পরিবারের দাবি, তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
আলাউদ্দিনের স্ত্রী ফুল বানু ও মেয়ে মারজিনাকে জিজ্ঞাসাবাদের জন্য রাতেই আটক করে পুলিশ।
আরও পড়ুন: পটুয়াখালীতে বিএনপি-আ.লীগ সংঘর্ষ: ৪৫০ জনের নামে মামলা
১১ মাস আগে