শাজাহানপুর
বগুড়ায় সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত
বগুড়ার শাজাহানপুরে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।
বৃহস্পতিবার রাত ৮টায় উপজেলার বনানী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল লতিফ (৪৮) সিরাজগঞ্জের উল্লাপাড়ার চড়িয়া শিকার এলাকার ঈমান আলীর ছেলে। তিনি বগুড়া জেলা পুলিশে বেতার বিভাগের কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, ছেলের চালানো মোটরসাইকেলের পেছনে বসে বনানীতে তেল পাম্পে যাচ্ছিলেন আব্দুল লতিফ। পাম্পে পৌঁছানোর আগে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে পেছনে থাকা লতিফ রাস্তায় পড়ে গুরুতর আহত হন। তবে তার ছেলের কোনো ক্ষতি হয়নি।
তিনি আরও বলেন, পরে লতিফকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রসহ নিহত ২, আহত ৪
বগুড়ায় অটোরিকশার ধাক্কায় নারী নিহত
১ বছর আগে
বিএনপি নেতা মির্জা আব্বাস ও আলাল গ্রেপ্তার
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে রাজধানীর শাজাহানপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
বিএনপি চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার জানান, রাত সোয়া ৮টার দিকে ডিবি পুলিশের একটি দল শাজাহানপুরের শহীদবাগ মসজিদ লেনের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে শনিবার রাজধানীর নয়াপল্টনে ও কাকরাইলে ভয়াবহ সহিংসতার পর রবিবার সকালে দুই নেতার বাড়িতে অভিযান চালালেও সেখানে তাদের খুঁজে পায়নি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
পুলিশ কনস্টেবল আমিরুল ইসলাম পারভেজ হত্যা মামলায় আব্বাস ও আলালকে আসামি করা হয়।
এর আগে ২০০৭ সালের দুর্নীতি মামলায় মির্জা আব্বাসের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।
ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক মঞ্জুরুল ইমাম জামিন নামঞ্জুর করে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
আরও পড়ুন: মির্জা আব্বাসের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
ফখরুলের জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানো হয়েছে
প্রধান বিচারপতির বাড়ি ভাঙচুরের মামলায় ফখরুলকে গ্রেপ্তার দেখানো হয়েছে
১ বছর আগে
শাজাহানপুরে বাস খাদে পড়ে ২ নারী নিহত
বগুড়ার শাজাহানপুর উপজেলায় বাস উল্টে খাদে পড়ে ২ নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন যাত্রী।
শনিবার (২২ জুলাই) সকাল ৬টার দিকে উপজেলার নাটোর-বগুড়া মহাসড়কের জামাদার পুকুরের রুপিহার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় লেগুনা চালক নিহত
নিহতরা হলেন- বরিশালের রোকসানা পারভীন (৩০) ও লালমনিরহাটের জেলমা বেগম (৫০)।
স্থানীয়রা জানায়, সকাল ৬টার দিকে যাত্রী নিয়ে বাসটি বরিশাল থেকে রংপুর যাচ্ছিল। পথে রুপিহার এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই এক নারী নিহত হন। আহত হন অন্তত ১৬ জন। তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে আরও এক নারীর মৃত্যু হয়।
বগুড়ার ছিলিমপুর (মেডিকেল) পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) দুলাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালকের মৃত্যু
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু
১ বছর আগে
বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত
বগুড়ার আদমদীঘি ও শাজাহানপুর উপজেলায় শুক্রবার রাত ও শনিবার ভোরে পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারী ও তার ছেলেসহ পাঁচজন নিহত হয়েছেন।
আদমদীঘি উপজেলার মুড়াইল নামক স্থানে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে শনিবার ভোরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।
আরও পড়ুন: দুই জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩
নিহতদের মধ্যে দুইজনের নাম মোস্তাক (৪৫) ও রফিকুল ইসলাম (৩৪)। অপরজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, ভোর সাড়ে ৩টার দিকে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়।
অন্যদিকে, শাহজাহানপুর উপজেলার কাটাবাড়িয়ায় শুক্রবার রাতে ঢাকা-বগুড়া মহাসড়কে একটি ট্রাকের ধাক্কায় এক নারী ও তার পাঁচ বছরের ছেলে নিহত এবং অপর একজন আহত হয়েছেন।
নিহতরা হলেন- বরঞ্জুল গ্রামের মোস্তাফিজুর রহমান মিঠুর স্ত্রী জাকিয়া আক্তার তাসলী (২৫) ও ছেলে তাশফিয়ান রহমান।
শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, রাত ৮টার দিকে ধানবোঝাই এক ট্রাক তিনজনকে বহনকারী মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই জাকিয়া ও তাশফিয়ানের মৃত্যু হয় এবং জাকিয়ার স্বামী মিঠু আহত হয়।
মিঠুকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়া হয়েছে। পুলিশ ট্রাকটি জব্দ করেছে এবং চালককে আটক করেছে।
আরও পড়ুন: সিলেটে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু
সড়ক দুর্ঘটনায় শিশুমৃত্যু হার ১৭ শতাংশ বেড়েছে: এসসিআরএফ
১ বছর আগে
বগুড়ায় বাসের ধাক্কায় অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত
বগুড়ার শাজাহানপুরে বাসের ধাক্কায় অবসরপ্রাপ্ত এক সেনা সদস্যের মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯টায় দিকে উপজেলা পরিষদের সামনে ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইয়াছিন আলী (৬০) বগুড়া সদরের খামারকান্দি এলাকার মৃত ছহির উদ্দিনের ছেলে এবং অবসরপ্রাপ্ত সেনা সদস্য।
আরও পড়ুন: রাজধানীর কমলাপুরে বাসের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তি নিহত
এছাড়াও তিনি ট্রাস্ট ব্যাংকের বি ব্লক শাখার স্টাফ হিসেবে কর্মরত ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে শাজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. হোসাইন বলেন, ইয়াছিন সকালে মোটরসাইকেলে শাজাহানপুরের বি ব্লকে তার অফিসে যাচ্ছিলেন। পথিমধ্যে উপজেলা পরিষদের সামনে পৌঁছলে পেছন থেকে একটি অজ্ঞাত বাস তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।
তিনি আরও বলেন, এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: বাগেরহাটে বাসের ধাক্কায় পথচারী নিহত
খুলনায় বাসের ধাক্কায় সাইকেল আরোহী নিহত
১ বছর আগে
বগুড়ায় সড়ক দুর্ঘটনায় আ.লীগ নেতার মৃত্যু
বগুড়ার শাজাহানপুরে সড়ক দুর্ঘটনায় খলিলুর রহমান (৫৫) নামে এক উপজেলা আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। এসময় তার ছেলে মমেত (২৫) গুরুতর আহত হন। তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলার সাজাপুর এলাকার ঢাকা-রংপুর মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
খলিলুর রহমান বগুড়া সদর উপজেলার পল্লী মঙ্গল এলাকার বাসিন্দা ছিলেন।
আওয়ামী লীগের সভাপতি আবু সুফিয়ান শফিক বলেন, খলিলুর রহমান সদর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ছিলেন।
শেরপুর হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) কাজী রজিবুল ইসলাম জানান, খলিলুর রহমান ও তার ছেলে মোটরসাইকেলে যাচ্ছিলেন। এসময় বড় কোনো গাড়ির ধাক্কায় খলিলুর রহমান ঘটনাস্থলেই নিহত হন।স্থানীয়রা সঠিকভাবে বলতে পারছেন না সেটি বাস নাকি ট্রাক ছিল।
তিনি আরও বলেন, লাশ শজিমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহত ব্যক্তির অবস্থা আশংকাজনক। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। পরিবারের সদস্যরা এলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
শরীয়তপুরে সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে একজন পরোপকারী বরিশালের সাংবাদিক মাসুদ
১ বছর আগে
বগুড়ায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে সাংবাদিক নিহত
বগুড়ার শাজাহানপুরে ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে এক সাংবাদিক নিহত ও চারজন আহত হয়েছেন। শাজাহানপুর উপজেলার শাকপালা মোড়ে বুধবার সন্ধ্যা ৬টার দিকে দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত গোলাম নবী রহমান দুপচাঁচিয়ার তালোড়া এলাকার বাসিন্দা ও বগুড়া থেকে প্রকাশিত স্থানীয় দৈনিক কালের খবর পত্রিকার সাংবাদিক ও কলামনিস্ট।
আরও পড়ুন: চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় ৩ এসএসসি পরীক্ষার্থী নিহত
কৈগাড়ী ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) রাজু কামাল জানান, বুধবার উপজেলার শাকপালা মোড়ে সড়ক ও জনপথ বিভাগের (সওজ) কাজে ব্যবহৃত শাকপালাগামী একটি ট্রাকের সঙ্গে সাতমাথাগামী সিএনজিচালিত একটি অটোরিকশার মুখোমুখি সংর্ঘষ হয়। এতে অটোরিকশার পাঁচ আরোহী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে রাত ৯টার দিকে সাংবাদিক গোলাম নবী রহমান মারা যান।
২ বছর আগে
বগুড়ায় বাঁশ ঝাড় থেকে যুবতীর লাশ উদ্ধার
বগুড়ার শাজাহানপুরে বাঁশ ঝাড় থেকে এক যুবতীর (২৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুর ১২টায় শাজাহানপুর থানার গন্ডগ্রাম কালিবাড়ি এলাকা থেকে ওই লাশ উদ্ধার করা হয়।
নিহত ওই যুবতীর পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে বাঁশ ঝাড়ে একটি হেলে পড়া বাঁশের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় এক যুবতীর লাশ দেখতে পান স্থানীয়রা। পরে শাজাহানপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
শাজাহানপুর থানার পরিদর্শক (এসআই ) গোলাম রসুল বলেন, শুক্রবার রাতের যে কোন সময় ওই যুবতীকে ওড়না দিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
আরও পড়ুন: সিলেটে সুরমা নদী থেকে যুবকের লাশ উদ্ধার
যমুনায় নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার
২ বছর আগে
বগুড়ায় শ্বাসরোধে যুবককে হত্যার অভিযোগ
জেলার শাজাহানপুরে এক ব্যক্তিকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার বেলা ১১টায় উপজেলার শাকপালা এলাকা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত মেহেরুল ইসলাম ওরফে মেরু (৩৫) জেলার নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের দামরুল গ্রামের হাবিবুর রহমানের ছেলে। তিনি স্ত্রী ও সন্তান নিয়ে শাকপালা এলাকায় ভাড়া বাড়িতে বসবাস করতেন।
আরও পড়ুন: বগুড়ায় যুক্তরাষ্ট্র প্রবাসীকে হত্যা, আটক ৪
স্থানীয়রা জানান, শুক্রবার সকাল ১০টার দিকে স্থানীয় লোকজন শাকপালা বন্দর মসজিদের কাছে একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, মেহেরুল মাদকসেবী বলে জানা গেছে। চুরি করতে গিয়ে ধরা পড়লে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। গলায় শ্বাসরোধ করার চিহ্ন রয়েছে।
লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।
আরও পড়ুন: বগুড়ায় গার্মেন্টস কর্মীকে পিটিয়ে হত্যার অভিযোগ
২ বছর আগে
বগুড়ায় বাসের ধাক্কায় সেনা সদস্য নিহত
বগুড়ার শাজাহানপুরে বাসচাপায় এক সেনা সদস্য নিহত হয়েছেন। এ সময় প্রাণে বেঁচে গেছে তার ৮ বছরের ছেলে রেদওয়ান।
শনিবার রাত ৯ টার দিকে বগুড়া ক্যান্টনমেন্টের মাঝিড়া এমপি চেকপোস্টের সামনে ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শামীম আহমেদ (৩৬) বগুড়া ক্যান্টনমেন্টের এফ আই ইউনিটের একজন সদস্য ছিলেন। তিনি জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার দলভিটা গ্রামের আব্দুর রশিদের ছেলে।
আরও পড়ুন: চাঁদাবাজির অভিযোগে বগুড়ায় ২ পুলিশ প্রত্যাহার
স্থানীয়রা জানায়, সেনা সদস্য শামীম আহমেদ তার শিশু ছেলেকে নিয়ে মাঝিড়া বন্দরে বাজার করে বাইসাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন। এমপি চেকপোস্টের সামনে মহাসড়কের পূর্ব পাশ থেকে পশ্চিম পাশে পার হওয়ার সময় চাঁদনী ট্রাভেলস নামে চট্টগ্রামগামী একটি যাত্রীবাহী বাস ওভারটেক করতে গিয়ে বাবা-ছেলেকে চাপা দেয়। পরে তাদের উদ্ধার করে বগুড়া সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমইএইচ) নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শামীম আহমেদকে মৃত ঘোষণা করেন।
হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ বানিউল আনাম জানান, লাশ সেনাবাহিনীর কাছে রয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে। চালক ও সুপারভাইজার আটক রয়েছে।
আরও পড়ুন: সিলেটে সড়ক দুর্ঘটনায় দাদা-নাতি নিহত
৩ বছর আগে