উচ্ছ্বসিত
বিমানের রোম ফ্লাইট চালু, উচ্ছ্বসিত ভেনিসের প্রবাসীরা
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের রোম ফ্লাইট চালু হওয়ায় উচ্ছ্বসিত ইতালির ভেনিসের প্রবাসীরা।
শনিবার ভেনিসে বিমানের রোম-ঢাকা ফ্লাইটের প্রচার উপলক্ষে প্রবাসী বাংলাদেশি ও সাংবাদিকদের নিয়ে ‘মিট দ্য প্রেস’ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এছাড়া বিমানের ঢাকা-রোম-ঢাকা ফ্লাইটের বিভিন্ন বিষয়ে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন বিষয়ে জানানো হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান সাজ্জাদুল হাসান ও মাহমুদ হাসান রিপন।
আরও পড়ুন: সিরিয়ার আলেপ্পোতে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৪২
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন, বিমানের পরিচালনা পর্ষদের সদস্য খুরশেদ আলম, সচিব মেরিটাইম এফেয়ার্স ইউনিট, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম, বিমানের ব্যবস্থাপনা পরিচালক শফিউল আজিম, বিমানের কর্মকর্তা, বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, ভেনিস শহরে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের পক্ষ থেকে নেপোলি শহরে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে জনসংযোগ করা হয়। তাদের মাঝে লিফলেট ও ব্রুশিয়ার বিতরণ করা হয়।
এসময়ে প্রবাসী বাংলাদেশিরা জানান, তারা বিমানের ফ্লাইট চালু করাতে অত্যন্ত আনন্দিত। নেপোলির প্রবাসী বাংলাদেশিরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ভ্রমণ করার বিষয়ে সর্বসম্মত এবং তারা নিজ নিজ স্থান থেকে বিমানের প্রচার করবেন।
আরও পড়ুন: যাত্রীদের সুবিধার্থে ঈদে বিমানের অভ্যন্তরীণ রুটে ফ্লাইট বৃদ্ধি
ইতালিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স’র ‘মিট দ্যা প্রেস’ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
৭ মাস আগে
ভোট দিয়ে উচ্ছ্বসিত তারকারা
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে রবিবার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে। দেশের বিভিন্ন ভোটকেন্দ্রে ভোট দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করছেন শোবিজ তারকারা।
রাজধানীর ভাসানটেক সরকারি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল ৯টা ৪৬ মিনিটে ভোট দেন চিত্রনায়ক ফেরদৌস। ভোট দেওয়ার ছবি তার ফেসবুকে পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘আমি ভোট দিয়েছি। আপনি দিয়েছেন কি?’
রাজধানী ধানমন্ডির গভর্মেন্ট হাইস্কুল ভোটকেন্দ্রে সকাল ১০টা ৩০ মিনিটে ভোট দিয়েছেন অভিনেত্রী ও শিল্পী মেহের আফরোজ শাওন। ভোট দিয়ে কালি দেওয়া আঙুলের ছবি তার ফেসবুকে পোস্ট করেছেন। ক্যাপশনে লিখেছেন ‘ভোট দিয়ে আসলাম’।
আরও পড়ুন: ২০২৪ সালের সিনেমায় সম্ভাবনাময় উপস্থিতি
মানিকগঞ্জে নিজের নির্বাচনি এলাকায় সকাল ১০টার দিকে ভোট দিয়েছেন সংগীতশিল্পী ও সংসদ সদস্য মমতাজ। কেন্দ্রে গিয়ে তিনি বিজয় চিহ্ন দেখিয়ে ভোট প্রদানের ছবি তিনি তার ফেসবুকে শেয়ার করেছেন।
গুলশান মডেল হাই স্কুলে ভোট দিয়েছেন গান বাংলা টেলিভিশনের কর্ণধার তাপস ও তার স্ত্রী মুন্নী। তাপস ভোট দেওয়ার ছবি তার ফেসবুকে পোস্ট করে লিখেছেন, ‘জয় বাংলা’।
অভিনেত্রী তারিন জাহান ভোট দিয়ে হাতের অমোচনীয় কালি প্রদর্শন করা ছবি তার ফেসবুকে পোস্ট করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘আমি আমার ভোট দিয়েছি, আপনি?’
আরও পড়ুন: সাধারণ মানুষের সঙ্গে মিলেমিশে কাজ করব: ফেরদৌস
তরুণ প্রজন্মের দুই অভিনয়শিল্পী সৌম্য ও দিব্য প্রথমবার ভোট দিলেন।
তাদের মা অভিনেত্রী শাহনাজ খুশি তার ফেসবুকে এ তথ্য প্রকাশ করেছেন। দুই ছেলের ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘প্রথমবার ভোট। যারা ভোট বর্জন করেছে, তারা তরুণদের আবেগ বর্জন করেছে। আমার ভোট, আমার দেশ, ভালোবাসি বাংলাদেশ।’
আরও পড়ুন: আলোড়ন সৃষ্টিকারী সিনেমা ‘টুয়েল্ভ্থ ফেইল’ হাজারও সংগ্রামী তরুণের জীবনের গল্প
৯ মাস আগে
সারা দেশে ‘বই উৎসবে’ উচ্ছ্বসিত শিক্ষার্থীরা
প্রতি বছরের মতো এবারও দেশজুড়ে আয়োজন করা হয়েছে ‘বই উৎসব’। বছরের প্রথম দিনে বই হাতে পেয়ে দেশের প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষার্থীরা উচ্ছ্বসিত।
সোমবার দেশের সব স্কুলগুলোতে বই উৎসবের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে তুলে দেওয়া হয় নতুন শিক্ষাবর্ষের বই।
এর আগে গতকাল রবিবার প্রধানমন্ত্রী এক অনুষ্ঠানের মাধ্যমে এই বই উৎসবের উদ্বোধন করেন।
খুলনায় বই উৎসব
খুলনা কলেজিয়েট গার্লস স্কুল ও কেসিসি উইমেন্স কলেজ প্রাঙ্গণে পাঠ্যপুস্তক উৎসবের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।
খুলনা কলেজিয়েট গার্লস স্কুল ও কেসিসি উইমেন্স কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. তৌহিদুজ্জামান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
লালমনিরহাটে বই উৎসব
সারা দেশের ন্যায় আজ লালমনিরহাটে বই উৎসব পালন করা হয়েছে। সকালে জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে এবং খোর্দ্দ সাপটানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে বই উৎসবের উদ্বোধন করা হয়।
এ সময়, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা মোছাম্মাৎ নূরে তাসমিন, জেলা শিক্ষা অফিসার মো. আবুল কালাম আজাদ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শ্রী স্বপন কুমার, পৌর মেয়র, রেজাউল করিম স্বপন উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যবই বিতরণ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
১০ মাস আগে