প্রতি বছরের মতো এবারও দেশজুড়ে আয়োজন করা হয়েছে ‘বই উৎসব’। বছরের প্রথম দিনে বই হাতে পেয়ে দেশের প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষার্থীরা উচ্ছ্বসিত।
সোমবার দেশের সব স্কুলগুলোতে বই উৎসবের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে তুলে দেওয়া হয় নতুন শিক্ষাবর্ষের বই।
এর আগে গতকাল রবিবার প্রধানমন্ত্রী এক অনুষ্ঠানের মাধ্যমে এই বই উৎসবের উদ্বোধন করেন।
খুলনায় বই উৎসব
খুলনা কলেজিয়েট গার্লস স্কুল ও কেসিসি উইমেন্স কলেজ প্রাঙ্গণে পাঠ্যপুস্তক উৎসবের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।
খুলনা কলেজিয়েট গার্লস স্কুল ও কেসিসি উইমেন্স কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. তৌহিদুজ্জামান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
লালমনিরহাটে বই উৎসব
সারা দেশের ন্যায় আজ লালমনিরহাটে বই উৎসব পালন করা হয়েছে। সকালে জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে এবং খোর্দ্দ সাপটানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে বই উৎসবের উদ্বোধন করা হয়।
এ সময়, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা মোছাম্মাৎ নূরে তাসমিন, জেলা শিক্ষা অফিসার মো. আবুল কালাম আজাদ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শ্রী স্বপন কুমার, পৌর মেয়র, রেজাউল করিম স্বপন উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যবই বিতরণ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী