হবিগঞ্জ-৪
হবিগঞ্জ-৪ আসন: ব্যারিস্টার সুমনকে আবারও শোকজ
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সায়েদুল হক সুমনকে দ্বিতীয় বারের মতো শোকজ করেছে নির্বাচনী অনুসন্ধান কমিটি।
তাকে আজ মঙ্গলবারের (২ জানুয়ারি) মধ্যে শোকজের জবাব দিতে বলা হয়েছে।
আসনটিতে নির্বাচনী অনুসন্ধান কমিটির প্রধান হবিগঞ্জের সিনিয়র সহকারী জজ সবুজ পাল সোমবার শোকজ নোটিশ দেন।
আরও পড়ুন: রাজশাহীতে চিত্রনায়িকা মাহিকে হুমকিদাতাকে শোকজ
কমিটির সহকারী শরীফ খন্দকার রুবেল জানান, জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে উক্ত প্রার্থীর আচরণবিধি লঙ্ঘন সংক্রান্ত একটি অভিযোগ কমিটির কাছে পাঠানো হয়।
এতে বলা হয়, স্বতন্ত্র প্রার্থী সৈয়দ সায়েদুল হক সুমন তার নির্বাচনী প্রচারে ব্যবহৃত লিফলেটে বঙ্গবন্ধুর ছবি ও ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান ব্যবহার করেছেন।
উল্লেখ্য, রাস্তায় চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে নির্বাচনী সভা করার জন্য গত বছরের ৪ ডিসেম্বর তাকে শোকজ করা হয়েছিল। যথাসময়ে তিনি এর জবাব দিয়েছিলেন।
আরও পড়ুন: আপত্তিকর বক্তব্য দেওয়ায় বেলকুচি পৌরসভার মেয়রকে শোকজ
আচরণবিধি লঙ্ঘন: ফরিদপুর-৪ আসনের কাজী জাফর উল্লাহকে শোকজ
১১ মাস আগে