৪ নেতা-কর্মী আটক
সিলেটে লিফলেট বিতরণের সময় বিএনপির ৪ নেতা-কর্মী আটক
নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে সিলেটে লিফলেট বিতরণের সময় বিএনপির চার নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৫ জানুয়ারি) জুমার নামাজের পর নগরীর আম্বরখানায় নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে লিফলেট বিতরণকালে তাদের আটক করা হয়।
আরও পড়ুন: আরসার লজিস্টিক শাখার প্রধান রহমত উল্লাহসহ আটক ৩
আটকরা হলেন, জেলা বিএনপির মৎস্যবিষয়ক সম্পাদক জালাল খান, সিলেট মহানগর বিএনপি নেতা আলী হায়দার মজনু, বিএনপি নেতা আকবর এবং আরেকজনের নাম জানা যায়নি।
জানা যায়, শুক্রবার বাদ জুমা নগরীর আম্বরখানা এলাকায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হোসেন জীবন, সিলেট জেলা বিএনপির সভাপতি কাইয়ুম চৌধুরীর নেতৃত্বে বিএপির নেতা-কর্মীরা লিফলেট বিতরণ শেষে মিছিলের প্রস্তুতি নেয়। এসময় পুলিশ ধাওয়া দিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
আরও পড়ুন: শেরপুরে জেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ আটক ৯
সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার আজবাহার আলী শেখ বলেন, যানবাহন বন্ধ করে বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে চারজনকে আটক করা হয়েছে। আটকদের পুলিশের হেফাজতে রাখা হয়েছে।
এ ঘটনার পরে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, সিলেট জেলা বিএনপির সভাপতি কাইয়ুম চৌধুরীর নেতৃত্বে একটি মিছিল নগরীর চৌহাট্টায় গিয়ে শেষ হয়।
আরও পড়ুন: সিরাজগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর গণসংযোগে হামলায় আহত ১০, আটক ১
১১ মাস আগে